এবার জুনিয়র ডাক্তারদের জন্য সুখবর। এদিন সোমবার বিকেলে নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বেতন বৃদ্ধি করা হল জুনিয়র ডাক্তারদের। এতদিন ইন্টার্ন চিকিৎসকেরা বেতন পেতেন ২৩,৬২৫ টাকা। এবার তা ৪,৪২৫ টাকা বাড়ানো হল। এখন ইন্টার্ন চিকিৎসকেরা পাবেন ২৮,০৫০ টাকা। এতে ১০,০০০ জুনিয়র ডাক্তার উপকৃত হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান চন্দ্রিমা ভট্টাচার্য।
এছাড়া হাউস স্টাফেদের বেতন ৫,৩৬৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। আগে হাউস স্টাফেরা পেতেন ৩৮,৩৯১ টাকা। এখন তা বেড়ে হল ৪৩,৭৫৮ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের পড়ুয়াদের ভাতা ছিল ৩৮,৩৯১ টাকা। এবার তা বেড়ে হল ৪৩,৭৫৮। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ভাতা ছিল ৪১,৩৪৪ টাকা। এবার তা বাড়িয়ে করা হল ৪৭,১২৪ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট তৃতীয় বর্ষের পড়ুয়াদের ভাতা ছিল ৪৪,২৯৭ টাকা, যা এবার বেড়ে হল ৫০,৪৯০ টাকা।
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “রাজ্যে এই সংকটজনক করোনা পরিস্থিতির সামনে থেকে যারা নিজেদের জীবন বাজি রেখে নিরন্তর লড়াই করছেন তাদের সম্মান জানানোর জন্য প্রাপ্য হিসেবে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা নিজেদের কাজে আরও উৎসাহ পাবে”।