নয়াদিল্লি: প্রকাশ করা হল সংসদ ভবনের (Parlaemt) খাবারের নতুন দাম। এমপি ও অন্যদের ভর্তুকি শেষ হওয়ার পরে এখন সংসদ ভবনের ক্যান্টিনে নতুনভাবে প্রকাশ করা হল খাবারের মেনুর দাম (Food Menu Price)। একটি নতুন লিস্ট লোকসভা (Loksabha) সচিবালয় সামনে এনেছে। এতে থাকছে মাত্র ৩ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত খাবার সামগ্রী।
সংসদীয় ক্যান্টিনের নতুন দামের এই তালিকাটি ২৯ জানুয়ারি থেকে বাজেটের অধিবেশন চলাকালীন কার্যকর করা হবে। এই অধিবেশনে এমপিরা নতুন হারের তালিকার ভিত্তিতে খাবার পাবেন। এতে সবচেয়ে সস্তায় মাত্র ৩ টাকাতে রয়েছে রুটি। সবচেয়ে ব্যয়বহুল অর্ডার করা যাবে ৭০০ টাকার নন-ভেজ বুফে লাঞ্চ। এ ছাড়া ভেজ বুফে লাঞ্চের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।
প্রসঙ্গত, এর আগে পুরোনো তালিকায় একটি রুটির দাম ছিল ২ টাকা। হায়দ্রাবাদি বিরিয়ানির দাম ছিল ৬৫ টাকা। এছাড়া আগে আলু বান্দা ছিল ৬ টাকা, ১০ টাকায় মিলত ধোসা। তবে সেসবই এখন অতীত।
নতুন তালিকা অনুসারে চিকেন বিরিয়ানি, চিকেন কাটলেট, চিকেন ফ্রাই এবং ভেজ থালির দাম হয়েছে ১০০ টাকা। চিকেন কারির দাম রাখা হয়েছে ৭৫ টাকা। মটন বিরিয়ানি এবং মটন কাটলেট-এর জন্য দেড়শ টাকা দিতে হবে। মটন কারির জন্য দিতে হবে ১২৫ টাকা।