Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দইয়া দইয়া রে’, খোলা মাঠে উদ্দাম নাচ এই মেয়ের, দেখুন দুর্দান্ত নাচের ভিডিও

Updated :  Thursday, January 11, 2024 2:33 PM

ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan) তখনও বচ্চন পরিবারের বধূ হননি। সেই সময় তিনি বলিউডের নামী নায়িকা। নায়িকা হওয়ার পাশাপাশি প্রযোজনা সংস্থা খুলেছিলেন ঐশ্বর্য। তাঁর প্রযোজনায় তৈরি হয়েছিল ‘দিল কা রিস্তা’ নামে একটি ফিল্ম। এই ফিল্মে নায়িকার ভূমিকায় ছিলেন ঐশ্বর্য স্বয়ং। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াংশু (Priyanshu)। কিন্তু এই ফিল্মটি বক্স অফিসে অসফল ছিল। তবে ফিল্মের গান ‘দইয়া দইয়া’ ছিল মিউজিক্যাল হিট। গানটি ছিল ঐশ্বর্যর উপর পিকচারাইজড। এতগুলি বছর কেটে গেলেও এই গান এখনও যথেষ্ট জনপ্রিয়।

2023 সালের 19 শে এপ্রিল ডান্সার জ্যোতি (Jyoti) তাঁর ইউটিউব চ্যানেল ‘জ্যোতি ডান্স টিউব’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘দইয়া দইয়া’-র সাথে ডান্স পারফরম্যান্স করেছেন। এখনও অবধি এই ডান্স ভিডিওটির ভিউ দেড় লক্ষের কিছু বেশি অতিক্রম করেছে। ভিডিওতে জ্যোতির পরনে রয়েছে অফ হোয়াইট শিফন শাড়ি। সুতোর এমব্রয়ডারি রয়েছে গোটা শাড়ি জুড়ে। শিফন শাড়ির সাথে জ্যোতি টিম আপ করেছেন নীল রঙের নেটের ব্লাউজ। দুই চোখের কোল ভরেছে কালো কাজলে। ঠোঁট রাঙানো লাল রঙের লিপস্টিকে। চুলে বাঁধা বিনুনি সাজানো রয়েছে ফুলে। দুই কানে রয়েছে অক্সিডাইজড ইয়ারিং। জ্যোতির দুই হাত ভরে রয়েছে নীল-রূপোলি চুড়ি।

নৈসর্গিক প্রকৃতির মাঝে নাচের বিভঙ্গ ফুটিয়ে তুলেছেন জ্যোতি। এই গানে ঐশ্বর্যর পরনে ছিল লেহেঙ্গা-চোলি ও পাশ্চাত্য পোশাক। কিন্তু জ্যোতি বেছে নিয়েছেন শাড়ি। নাচটি নিজেই কোরিওগ্রাফি করেছেন জ্যোতি। বলিউড স্টাইলে নাচের কোরিওগ্রাফি করেছেন জ্যোতি। তবে হুকস্টেপ বজায় রেখেছেন জ্যোতি। এই গানটি গেয়েছেন অলকা ইয়াগনিক (Alka Yagnik)। সঙ্গীত পরিচালনা করেছেন নাদিম-শ্রাবণ (Nadeem-Shravan)।