মহাগুরু মিঠুন চক্রবর্তী কি বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? উত্তর দিলেন কৈলাস বিজয়বর্গীয়

একুশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর প্রথম বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল মোদির ব্রিগেড সমাবেশ নিয়ে বঙ্গ রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে রয়েছে। বঙ্গ বিজেপির মধ্যে এখন সাজসাজ রব। আগামীকালের…

Avatar

একুশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর প্রথম বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল মোদির ব্রিগেড সমাবেশ নিয়ে বঙ্গ রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে রয়েছে। বঙ্গ বিজেপির মধ্যে এখন সাজসাজ রব। আগামীকালের ব্রিগেড সমাবেশ সাফল্যমন্ডিত করার জন্য তারা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে আগামীকাল মোদীর ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকবেন মহাগুরু তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। ব্রিগেড সমাবেশে তার উপস্থিতি নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।

আগামীকাল মোদির ব্রিগেড সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী তথা ডিসকো ড্যান্সারের উপস্থিতি রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। সবাই তাকিয়ে আছে কালকের জন্য যে কখন মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করবেন। কিন্তু এরই মাঝে আবার প্রশ্ন উঠেছে এবারে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করলে কি বাংলার গেরুয়া মুখ্যমন্ত্রী হবেন? এই বিষয়ে এবার অনেক জল্পনা-কল্পনার পর মুখ খুললেন বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাই আগামীকাল তিনি যেহেতু শহরে আসছেন তাই তাকে প্রধানমন্ত্রী ব্রিগেড জনসভাতে দেখা যাবে।”

এছাড়াও মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী পদে আনা হবে নাকি তার উত্তর দিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “মিঠুন চক্রবর্তী এখনো তো বিজেপি নেই। তিনি দলের সদস্য নন। তাহলে তাকে কেন বা কিভাবে মুখ্যমন্ত্রী করার কথা বলা হচ্ছে?” অন্যদিকে সরস্বতী পুজোর সময় মিঠুন চক্রবর্তীর বাড়িতে আরএসএস প্রধান মোহন ভাগবত গিয়ে বৈঠক করে এসেছিলেন। সেই নিরিখে বলা যায় হয়তো আগামীকাল মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করতে পারেন।