Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: অনক্যামেরা কাজল রাঘবানির শাড়ি টেনে খুললেন খেসারি লাল যাদব, ভিডিও দেখে হুঁশ উড়ল পুরুষ ভক্তদের

Updated :  Saturday, July 30, 2022 4:16 PM

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইম লাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন খেসারি লাল যাদব। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে খেসারি লাল যাদবের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে খেসারি লাল যাদবের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘবানি। ভিডিওতে দেখা গিয়েছে যে কিশোরীলাল যাদব একটি লাল জামা পরেছেন এবং অভিনেত্রী একটি রঙিন শাড়ি পরেছেন। এরপর তারা গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় নাচ করেছেন। নাচের মাঝে তাদের রোমান্টিক কেমিস্ট্রি এবং কিলার এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে গোটা নেট নাগরিকদের। এই ভাইরাল ভিডিওটির নাম, “না ছেদা না এ পিয়া”।

ইউটিউবে এই মিউজিক ভিডিওটি এখন জনপ্রিয়তার শিখরে রয়েছে। এখনো অব্দি এই গানটি ১১ লাখের বেশি মানুষ দেখেছেন। এছাড়া ভিডিওতে কমেন্ট করেছেন অগুনতি মানুষ। বেশিরভাগ মানুষ কাজল রাঘবনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার কেউ কেউ তারকা জুটির রোমান্টিক কেমিস্ট্রি দেখে নিয়ন্ত্রণহীন হয়েছেন বলে জানিয়েছেন। এক কথায় ইন্টারনেট দুনিয়াতে এখন সুপারহিট খেসারি লাল যাদব ও কাজল রাঘবানির ভোজপুরি মিউজিক ভিডিও।