Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রিয়জন হারানোয় মন খারাপ কাজলের, বড়সড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী

টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো সমান ঐতিহ্যময়। এবছর এই দুই বাড়ির উৎসবে ভাঁটা পড়েছে। মুম্বইয়ের মুখার্জি পরিবারের দুর্গাপুজোর অনুষ্ঠানে সামিল হচ্ছেন না কাজল ও…

Avatar

টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো সমান ঐতিহ্যময়। এবছর এই দুই বাড়ির উৎসবে ভাঁটা পড়েছে। মুম্বইয়ের মুখার্জি পরিবারের দুর্গাপুজোর অনুষ্ঠানে সামিল হচ্ছেন না কাজল ও তাঁর পরিবার। মুম্বইয়ের মুখার্জি পরিবার বলতে কাজল, রানি মুখার্জিদের বাড়ির পুজো। প্রত্যেকবারই দুর্গাপুজো উলক্ষক্ষে একত্রিত হয় গোটা মুখার্জি পরিবার। কিন্তু এই বছরের গল্প খানিকটা আলাদা হবে। কিছুদিন আগেই দেবগন পরিবারে নেমে আসে শোকের ছায়া। ভাই অনিল দেবগনের মৃত্যুতে ভেঙে পড়েন অজয় দেবগন। প্রিয়জনের মৃত্যুতে ভেঙ্গে যান অজয়। তাই এইবছর উৎসবে সামিল হবেন না কাজল ও অজয়।

প্রিয়জন হারানোয় মন খারাপ কাজলের, বড়সড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অনিল দেবগনের। মাত্র ৪৫-এই চলে যান তিনি। রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বেশ কয়েকটি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অনিল দেবগন। এছাড়াও, সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন।

প্রিয়জন হারানোয় মন খারাপ কাজলের, বড়সড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী

প্রতিবছর, উতসবের সময় মা মেয়ে একইসঙ্গে সময় কাটান। পরিবারের সকলের সঙ্গে এক উৎসবে মেতে ওঠে এই মুখার্জি পরিবার। কাজল নিজেও তাঁর ইন্সটাগ্রামে বহু ছবি ভিডিও শেয়ার করেন।

 

View this post on Instagram

 

First day of the pujas … shoshti. Before we share it with everybody else ..

A post shared by Kajol Devgan (@kajol) on

কিন্তু এবারের পুজোতে দেখা যাবে না কাজলের হাসি মাখা মুখ। এমনিতেই করোনা আবহয়ে সংক্ষেপে হবে এই উৎসব।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

About Author