Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kajol-Nysa: রাজকীয় সাজে কাজল-নাইসা, মা-মেয়ের ছবি দেখে ঘায়েল অনুরাগীরা (PHOTOS)

Updated :  Tuesday, April 4, 2023 7:42 PM

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য। এই মুহূর্তে সেই সূত্রেই মিডিয়ার পাতায় চর্চিত কাজল ও কাজল কন্যা।

খুব সম্প্রতি ‘নিতা মুকেশ কালচারাল সেন্টারে’ বসেছিল তারকার হাট। সেখানে কাজলের সাথে উপস্থিত ছিলেন মেয়ে নাইসাও। পাপারাজিৎদের সামনেও দুজনকে একসাথে দেখা গিয়েছে। সম্প্রতি আবারো সেই ঝলক ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে আবারও মুগ্ধ কাজল ভক্তরা। নজর টেনেছে নাইসাও। রইল ঝলক, দেখে নিন।

বলাই বাহুল্য, এদিন একেবারে রাজকীয় সাজেই ছিলেন কাজল-নাইসা। জমকালো এমব্রয়েডারির কাজে সজ্জিত অফ-হোয়াইট পোশাকে এদিন হাজির ছিলেন কাজল। নুড মেকাপে চুল বাঁধা ছিল তার। পাশাপাশি জমকালো রূপালি ডিজাইনার পোশাকে ছিলেন কাজল কন্যাও। খোলা চুলে নুড গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। চোখে-মুখে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট। এদিন এই বেশেই একসাথে ক্যামেরার সামনে একাধিক পোজে দেখা দিয়েছিলেন মা-মেয়ে। হাত ধরেই তুলেছেন ছবি। সম্প্রতি সেই ঝলকই শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। মুগ্ধ হয়েছেন অনুরাগীমহলও। অবশ্য সেই ঝলক রয়েছে শেয়ার হওয়া ছবিগুলির কমেন্টবক্সেই।