Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অজয়ের মন জয় করলেও এই অভিনেতার প্রেমে পাগল কাজল

Updated :  Tuesday, November 3, 2020 6:28 PM

হ্যাঁ,’প্যায়ার তো হোনা হি থা’। ক্রাশ খেয়েছিলেন ৯০ এর বলি ডিভা কাজল। সেই সময়কার অন্যতম সেরা নায়িকা ছিলেন তনুজা কন্যা কাজল। বলিউডে একের পর এক হিট মুভি উপহার দিয়েছিলেন তিনি। যার সঙ্গে জুটি বাঁধতেন সেই জুটিই হিট।

অজয়ের মন জয় করলেও এই অভিনেতার প্রেমে পাগল কাজল

কাজলের কেরিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই অজয় দেবগনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। প্রথমে পঞ্জাবী, পরে মারাঠি মতে বিয়ে হয়ে যায় অজয়-কাজলের। সুত্র অনুযায়ী, ১৯৯৪ সালে ‘গুন্ডারাজ’ চলচ্চিত্রের সেটে কাজল ও অজয় দেবগনের প্রেমের সম্পর্কের সূত্রপাত ঘটে। অজয়ের বাড়ি ছিল জুহুতে, আর কাজল থাকলেন দক্ষিণ বম্বেতে। তাই সেটের বাইরে তাঁদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ হত না। তবে ‘ক্রাশ’ তিনি কার উপর খেতেন? কাকে দেখলেই তাঁর মন বলে উঠত ‘প্যায়ার তো হোনা হি থা’?

অজয়ের মন জয় করলেও এই অভিনেতার প্রেমে পাগল কাজল

তবে অজয় নয়, অন্য এক বলি তারকার প্রেমে হাবুডুবু খেতেন কাজল।

অজয়ের মন জয় করলেও এই অভিনেতার প্রেমে পাগল কাজল

কাজলের ক্রাশের কথা ফাঁস করেছিলেন করণ। তাও আবার কপিল শর্মার শো তে এসে।

অজয়ের মন জয় করলেও এই অভিনেতার প্রেমে পাগল কাজল

করণের কথায় কাজল নাকি সেই সময় খিলাড়ির প্রেমে হাবুডুবু খেতেন। মনে মনে অক্ষয়কে মন দিয়ে ফেলেছিলেন অভিনেত্রী।

অজয়ের মন জয় করলেও এই অভিনেতার প্রেমে পাগল কাজল

কিন্তু এই ‘ক্রাশ’ ক্রাশই থেকে যায়। নতুন করে প্রেম হয় অজয় দেবগনের সঙ্গে। এখনও পর্যন্ত ২০ বছর ধরে একই ছাদের তলায় চুটিয়ে সংসার করছেন কাজল।