Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kajol-karan: অজয় দেবগনের আগে খিলাড়ির প্রেমে হাবুডুবু খেতেন কাজল, সকলের সামনেই কারাণ পর্দাফাঁস করলেন অভিনেত্রীর

Updated :  Wednesday, November 23, 2022 6:18 PM

বি-টাউনে কাজল ও কারাণের বন্ধুত্বের কথা অজানা নয় কারোরই। বলিউডের ‘হিনা ইন মুম্বাই’এর প্রিমিয়ারে প্রথম দেখা তাদের। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। মাঝে কয়েকদিন তাদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে কথা বন্ধ থাকলেও, বর্তমানে আবারো তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়। উল্লেখ্য, কাজলের সাথে নিজের ভুল বোঝাবুঝির কথা অবশ্য নিজের বায়োগ্রাফিতেও লিখতে দেখা গিয়েছে পরিচালককে। এই মুহূর্তে কালার্সের অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝালাক দিখ লাজা’র মঞ্চে একসাথে দেখা মিলেছে তাদের। সেখানেই অভিনেত্রীর গোপন কথায় পর্দাফাঁস করেছেন পরিচালক-প্রযোজক।

এই মুহূর্তে ‘ঝালাক দিখ লাজা’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মনীশ পল। আর এদিন সঞ্চালক তাদের দুজনের বন্ধুত্বের পরীক্ষা নিয়েছেন। তারা একে অপরকে ঠিক কতটা চেনেন! সেটাই একটি খেলার মাধ্যমে পরক করে দেখেছেন তিনি। আর সেই খেলা খেলাতেই কাজলের পুরনো গোপন সত্য প্রকাশ করেছেন পরিচালক-প্রযোজক কারাণ। ক্যামেরার সামনে প্রিয় বন্ধুকে এই প্রথম নয়, এর আগেও বহুবার অস্বস্তিতে ফেলেছেন পরিচালক। তবে পুরোটাই যে মজার ছলে হয়েছে, তা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে।

উল্লেখ্য, কালার্স টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের তরফ থেকেই সেই ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে। আর সেখানেই মনীশকে প্রশ্ন ছুড়ে দিতে দেখা গিয়েছে কারাণ জোহারের দিকে। সঞ্চালক জিজ্ঞাসা করেছিলেন, অজয় দেবগন ছাড়াও অভিনেত্রীর আর কোন বলিউড তারকার প্রতি ক্রাশ রয়েছে? এর উত্তরে একজন বন্ধু হিসেবে মজার ছলেই কারাণ জানিয়েছেন, অজয় দেবগানের সাথে সম্পর্কে জড়ানোর আগে অক্ষয় কুমারকে তার ভালো লাগতো। এমনকি তার প্রেমে একটা সময় হাবুডুবুও খেয়েছেন অভিনেত্রী। কারাণের এই কথা শুনে কাজলের পাশাপাশি হাসতে দেখা গিয়েছে সকলকেই। তবে ভিডিওতে কারাণ-কাজল ছাড়াও দেখা গিয়েছে সঞ্চালক মনীশ ও মাধুরী দীক্ষিতকে।

তবে এরপর কাজলকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক। পরিচালক না হলে কারাণ কি হতেন? আর মনীশের এই প্রশ্ন শুনে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছেন তিনি পরিচালক না হলে ডান্স কোরিওগ্রাফার হতেন। সেই নিয়ে মঞ্চে বেশকিছুটা মজাও করেছেন সঞ্চালক।

কারাণ-কাজল যেহেতু আজকের বন্ধু নন, সেক্ষেত্রে দুজন দুজনের এমন অনেক গোপন কথাই জানেন যা হয়তো জানেন না কেউই। তবে সেটাই স্বাভাবিক, কারণ বন্ধুত্বের এমনই হয়ে থাকে। তবে এই প্রথম নয়। এর আগে বহুবার কাজলের কাজকর্মের পর্দাফাঁস করতে দেখা গিয়েছে কারাণকে। উল্লেখ্য, ‘কপিল শর্মা শো’তে বলিউডের খিলাড়ির প্রতি কাজলএকসময়ের দুর্বলতার কথা বলতে শোনা গিয়েছিল পরিচালককে। সেখানে তিনি এও জানিয়েছিলেন, অক্ষয় কুমারের সূত্র ধরেই তাদের বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল। ‘হিনা ইন মুম্বাই’ প্রিমিয়ারে গিয়ে গোটা পার্টিতে থাকাকালীন শুধু অক্ষয় কুমারকেই খুঁজে গিয়েছিলেন অভিনেত্রী। আর তার সঙ্গ দিয়েছিলেন পরিচালক। আর সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু যা জারি রয়েছে এখনো। ২০১৬’র পর আবারো পরিচালকের ভূমিকায় ফিরছেন কারাণ। ২০২৩’এ ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ নিয়েই বড়পর্দায় হাজির হবেন তিনি। ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তাছাড়াও দেখা মিলবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিদের মতো বলিউডের তারকা খচিত কিছু লেজেন্ডদের।