Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাজলের মেয়ে নিয়াস এক নয়, দুই ছেলেকে নিয়ে রাত কাটাচ্ছেন, কাজলকে বিদ্রুপ করছে নেটদুনিয়া

Updated :  Thursday, July 14, 2022 9:12 AM

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্যও বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। তবে পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে রাখলেও সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের পরিচিতি নেহাতই কম নয়।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে অনেকটাই ছোট। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতে থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

কাজলের মেয়ে নিয়াস এক নয়, দুই ছেলেকে নিয়ে রাত কাটাচ্ছেন, কাজলকে বিদ্রুপ করছে নেটদুনিয়া

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নাইসা। তবে সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার জন্য এই মুহূর্তে তার পাশাপাশি চর্চায় রয়েছেন কাজল ও অজয় দেবগনও। ভাইরাল হওয়া ছবিতে নাইসাকে দেখা গিয়েছে তার দুই ছেলে বন্ধুর সাথে। একজনের নাম ওরহান। তবে অন্যজনের নাম এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে আপাতত নাইসা বিদেশে রয়েছেন তা ছবি দেখেই স্পষ্ট হয়েছে। নিজেদের বেশ কয়েকটি ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন কাজল কন্যা, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।

এই মুহূর্তে এই ছবিগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন কাজল ও অজয় দেবগন। কেউ কেউ তাদের দিকে কটাক্ষের তীর ছুড়ে সরাসরি বলেছেন, তারা নিজেদের সন্তানকে মানুষ করতে পারেননি। তাদের মেয়ে মধ্যরাত পর্যন্ত অন্য দুই পুরুষের সাথে ঘোরাফেরা করছে। তবে তারা যে ভালো বন্ধু, তা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে।