সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসাবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে থাকেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় তাহলে, সেই ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অধিকাংশই ডিজিটাল ক্রিয়েটর হিসাবে পরিচিতি অর্জন করছেন নেটদুনিয়ায়। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। নেটদুনিয়ার পাতায় চোখ রাখলেই এমন একাধিক ঝলক নজরে আসবে। সম্প্রতি জ্যোতির তেমনি একটি নাচের ঝলক আবারো ভাইরাল হয়েছে।
সাম্প্রতিক ঝলকে জ্যোতিকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট গান ‘কাজরা রে’র তালেই দক্ষ নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে। এদিন খোলা আকাশের নীচে একেবারেই প্রকৃতির মাঝে নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। ৪ মাস আগে নিজেই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন এই ঝলক। এই মুহূর্তে জ্যোতির নাচের এই ঝলক ৪০ হাজারের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন, প্রশংসাও করেছেন তার। সেই ঝলক রয়েছে কমেন্টবক্সে। পর্দায় এই গানটি গাইতে শোনা গিয়েছিল শংকর মহাদেবন, জাভেদ আলি ও আলিশা চিনাইকে। আর এই গানের তালে পর্দা কাঁপিয়েছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিযোগ বচ্চন। আজও এই গান অধিকাংশ সিনেমাপ্রেমীদের মনে বিশেষ জায়গা নিয়ে রয়েছে। এই মুহূর্তে এই গানের তালে তাল মিলিয়েই একাংশের মাঝে নজর কেড়েছেন জ্যোতি।













