প্রযোজক সংস্থা এসভিএফ-এর হাত ধরে বড়পর্দায় প্রকাশ পেতে চলছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আর ‘গোলন্দাজ’। এই প্রসঙ্গে এসভিএফ একটি মজার বক্তব্য রাখেন-‘বন্যেরা বনে সুন্দর আর সিনেমা সিনেমাহলে’। প্রসঙ্গত, দেশে করোনা থাবা বসানোর পরই ২৫ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন সিনেমা হল। এরপরে, এই রাজ্যে সিনেমা হল খোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানায় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন।
আনলক পর্ব ৪–এ শপিংমল, রেস্তোরাঁ, বার, ধর্মীয় স্থান এবং মেট্রো রেল চলারও অনুমতি দেওয়া হলেও সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়নি। আজকাল বেশীরভাগ মুভি ওটিটি প্ল্যাটফর্ম-এই মুক্তি পাচ্ছে, ফলত বড়পর্দাগুলির ব্যবসার অধঃপতন ঘটছে। ঠিক এখানেই হাল ধরতে চেয়েছেন টলিউডের বহু তারকা। সেভ দ্য সিনেমাজ (SaveTheCinemas) হ্যাশট্যাগ দিয়ে এবার সেই উদ্যোগে অংশীদার হল প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। তাই এই প্রযোজক সংস্থা সিনেমাহলেই রিলিজ করতে চান ‘গোলন্দাজ’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) অভিনীত ‘ড্রাকুলা স্যার’। এতগুলি সিনেমা কোনোভাবেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে চান না প্রযোজক সংস্থা।
উল্লেখ্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্পটি অবলম্বনে তৈরি হয়েছে এবারের কাকাবাবু সিরিজ। এখানে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়-এর পরিচালনায় ‘গোলন্দাজ’ মুভিতে অভিনয় করবেন দেব এবং দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য। সিনেমায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও।
সব খেলার সেরা সেই ফুটবল ভারতীয়দের প্রথম খেলতে শেখালেন যিনি..
On This #RepublicDay , unveiling the motion poster of #Golondaaj, inspired by the life events of Nagendra Prasad Sarbadhikari | Directed by @dhrubo_banerjee.@SVFsocial @m_ishaa @indrasishroy @iammony #Anirban pic.twitter.com/DQsmFesCoH
— Dev (@idevadhikari) January 26, 2020
অবশ্য, আপনারা যারা সিনেমা পাগল মানুষ আছেন তাঁদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম সবসময়ের জন্য খোলা, আর তাই ১১ সেপ্টেম্বর ZEE5-এ মু্ক্তি পাবে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত অরিজিনাল ফিল্ম ‘তিকিতাকা’। এছাড়াও, ২ অক্টোবর জি প্লেক্সে (Zee Plex) মুক্তি পাবে ঈশাণ খট্টর ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘খালি পিলি’ (Khaali Peeli)।