দুর্গাপূজার সময় বিক্ষিপ্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল বাঙালির ঠাকুর দর্শনে। এবার অন্ধ্র উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে কালীপূজা ও দীপাবলীও পন্ড হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে কিছুটা আশ্বস্ত করল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কালীপূজার আগেই কেটে যাবে নিম্নচাপের রেশ, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৪ ও ২৫ শে অক্টোবর এরাজ্যে জোর বৃষ্টিপাত হবে। ২৬ শে অক্টোবর থেকে অবস্থার উন্নতি হবে। ২৭ তারিখে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে তারা। অর্থাৎ, আজ ও আগামীকাল বৃষ্টি হলেও হলেও শনিবার থেকে কেটে নিম্নচাপের রেশ।
অন্ধ্র উপকূল হয়ে আজ নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মূলত উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার সমস্ত দুর্যোগ কেটে গিয়ে রোদের দেখা মিলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এই আশ্বাসে হাঁফ ছেড়ে বাঁচলো বাঙালি। কাটলো দূর্গাপূজার পর কালীপূজার আনন্দ মাটি হাওয়ার আশঙ্কায় বাঙালির বিমর্ষ ভাব।