পাঁচ বছরের জেল হতে পারে নিষিদ্ধ শব্দ বাজি ফাটালে। শুধু তাই নয় দিতে হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ রবিবার এ কথা জানান।
বড় বড় আবাসনের প্রতিনিধিদের নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৈঠকে বসেন। সেই বৈঠকে পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। কলকাতা হাওড়া সংলগ্ন এলাকায় শব্দবাজি ফাটানোর বিরুদ্ধে অভিযোগ পুলিশ এর আগেও জানিয়েছে। আগে প্রমাণের অভাবে কিছু করা সম্ভব হয়নি। কিন্তু এবার কালীপুজোর আগে এনভায়রনমেন্টাল প্রটেকশন অ্যাক্ট অনুযায়ী করা নিষেধাজ্ঞা জারি করা হয়।
এছাড়াও কালীপুজোর দিন কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানা গিয়েছে। দোষীদেরকে আর কোনোভাবেই ছাড়া হবে না বলে পর্ষদ জানিয়েছে।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।