নিউজপলিটিক্সরাজ্য

“ওনাকে রাঁচিতে ট্রিটমেন্ট করানো উচিত”, দিলীপের মন্তব্যের পাল্টা কল্যাণ

Advertisement

কিছুদিন আগে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এইআক্রমণ প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে দিন তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “কল্যান বন্দ্যোপাধ্যায় একটা জোকার। আইনজীবী হয়েও আইন-কানুন বোঝেন না।”। আবার এই মন্তব্যের পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,” উনি শুধু পেশী শক্তি বোঝেন। ওনার রাঁচিতে গিয়ে ট্রিটমেন্ট করানো উচিত।” এরকম নজির বিহীন আক্রমণেই বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি।

সম্প্রতি ED এর নথি জাল করা এবং বাবলা প্রভাবিত করা নিয়ে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং বে-আইনি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগে গোবিন্দ আগরওয়াল নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গোবিন্দ আগরওয়ালের গ্রেফতারিকে উল্লেখ করে আবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি টুইটে এই মামলা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।

আবার রাজ্যপালের এই টুইট এর পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি আসলে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন। এমনকি সংবিধানের ধারা উল্লেখ করে, রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন এই তৃণমূল সাংসদ। আর তারপরেই দিলীপ ঘোষ তাকে “জোকার” বলে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যপালের সঙ্গে নাকি দুষ্কৃতী যোগ রয়েছে। তিনি আরো অভিযোগ করেছেন, আর্থিক তছরুপের মামলায় সুদীপ্ত এবং গোবিন্দ আগরওয়াল কে মদদ দিচ্ছেন রাজ্যপাল নিজে। তিনি তাদের দুজনকে আড়াল করার চেষ্টা করছেন বলেও কল্যাণের অভিযোগ। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার হুমকিও জানিয়েছেন।

Related Articles

Back to top button