Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোট গণনা হলে আগামী দুই মাস ও ঘুমোতে পারবে না, রাজীবকে পাল্টা কল্যাণ

Updated :  Wednesday, February 10, 2021 11:30 PM

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন হাওড়ার রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এবারে সেই যোগদান নিয়ে প্রাক্তন বনমন্ত্রীকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

ইতিমধ্যেই বাংলায় জোর কদমে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দিকে দিকে সভা সমাবেশ চলছে এবং বিরোধীদের নিচু দেখানো লড়াই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি ভাঙ্গন তো আছেই। তারই মধ্যে আবার তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদান করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যোগদানের পর তিনি একের পর এক তোপ দাগছেন শাসকদলের বিরুদ্ধে। আর এই নিয়ে এবারে তাকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সদ্য বিজেপিতে যোগদান করা এই নেতা আক্রমণ করলেন তৃণমূলকে। তিনি দাবি করেছিলেন নির্বাচনে দাঁড় করানোর জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। এইজন্য তারা খেলোয়াড়দের প্রস্তাব দিচ্ছে। তৃণমূল আবার সাংবাদিকদের ভোটে দাঁড়ানোর জন্য ডাকতে পারে বলে তার কটাক্ষ।

তিনি আরো বলেন, ‘তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য এক পুলিশ সুপার পদত্যাগ করে ফেলেছেন। ঠিকঠাক প্রার্থী এখনো পর্যন্ত তৃণমূল খুঁজে পাইনি।”

রাজিব ব্যানার্জি এহেন মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যান পাল্টা মন্তব্য করেন, “চিন্তার কোন কারণ নেই রাজিবের। গণনার পর দেখবেন আগামী দুবছরে ঠিক করে ঘুমাতে পারবে না ও।”

পাশাপাশি অমিত শাহের (Amit Shah) কাছে মাথা নত করে তৃণমূলের ব্যাপারে বিভ্রান্তি তৈরি করতে চাইছে রাজীব বন্দ্যোপাধ্যায় বলে তার অভিযোগ। তিনি বলছেন, “শুভেন্দু এবং রাজিব বঙ্গ বিজেপি-র একটা প্রাইভেট কোম্পানি তৈরি করেছেন। আর আমরা তো আমাদের নিয়ম মেনে কাজ করব। পদ্মফুলে যেমন আছেন তেমনই থাকুন।”