নিউজরাজ্য

NRC প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে কানাইয়া কুমার, ক্ষোভ উগরে দিয়েছেন বাম সমর্থকরা

Advertisement

সম্প্রতি রাজ্যে এসেছেন সিপিআই’এর সর্বভারতীয় যুব নেতা কানাইয়া কুমার। রাজ্যে এসেই তিনি এনআরসি প্রসঙ্গে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর এতেই চটেছেন বামেদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় কানাইয়া কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাম সমর্থকরা। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কানাইয়া কুমার যে অজ্ঞ তা বলতেও ছাড়েনি অনেকেই।

শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের একটি সভায় বামনেতা কানহাইয়া কুমার এনআরসি প্রসঙ্গে বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি হবেনা তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মতে এটা একটা সদর্থক পদক্ষেপ।’ মুখ্যমন্ত্রী এনআরসির বিরুদ্ধে লড়াই করলে তার পাশে যে তাঁরা থাকবেন সেকথাও জানান কানাইয়া কুমার।

এই মন্তব্যের পরেই কানাইয়া কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাম সমর্থকরা। তাদের মতে কানাইয়া কুমার তার এই বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সুযোগ দিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় বাম সমর্থকরা লিখেছেন, ‘মমতা আর বিজেপির পক্ষে যারা আমরা তাদের বিরুদ্ধে, সে যত বড়ই মাতব্বর হোক না কেনো।’ কানাইয়া কুমারের এই বক্তব্যে যে বাম সমর্থকরা খুবই চটেছেন সেকথা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button