শুধু ‘রাক্ষসী’ নয়, মমতাকে ‘রক্তখেকো রাক্ষসী’ বলে কটাক্ষ অভিনেত্রী কঙ্গনার

ইনস্টাগ্রামে মমতা বন্দোপাধ্যায় কে নিয়ে এবারে অত্যন্ত খারাপ মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং প্ররোচনামূলক পোস্ট করার জন্য টুইটার থেকে বিতাড়িত হয়েছিলেন কঙ্গনা।…

By

ইনস্টাগ্রামে মমতা বন্দোপাধ্যায় কে নিয়ে এবারে অত্যন্ত খারাপ মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং প্ররোচনামূলক পোস্ট করার জন্য টুইটার থেকে বিতাড়িত হয়েছিলেন কঙ্গনা। তবে, চুপ করে থাকবেন এরকমটা তো হয়না। কঙ্গনা রানাওয়াত কখনো চুপ করে থাকার মানুষ নয়। টুইটার থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু ইনস্টাগ্রাম থেকে এখনো পর্যন্ত বের করে দেওয়া হয়নি। তাই এবারে ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী কঙ্গনা।

বাংলার মুখ্যমন্ত্রী কে সরাসরি রক্তখেকো রাক্ষসী বলে উল্লেখ করেছেন কঙ্গনা রানাওয়াত। টুইটার তো ছিলই এবার ইনস্টাগ্রামের চূড়ান্ত অবমাননাকর কমেন্ট করেছেন অভিনেত্রী। আর এই প্রথম কিন্তু নয় বৃহস্পতিবার থেকেই মমতাকে নিশানা করে একের পর এক নজিরবিহীন আক্রমণ করে চলেছেন কঙ্গনা রানাওয়াত।

মমতার ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করে তাকে কন্ট্রোভার্সি কুইন হিসেবেও সামনে নিয়ে আসছেন বলিউডের কুইন। বারংবার তার বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করে যাচ্ছেন কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল।

ইনস্টাগ্রম স্টোরিতে সেই এফআইআর এর কপি পোস্ট করে কঙ্গনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রক্ত খেকো রাক্ষসী মমতা হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়াও কঙ্গনার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার নিজের ক্ষমতা দিয়ে আটকে রাখার চেষ্টা করছেন।