“আমি মাথা কেটে ফেলতে পারি, তবে মাথা ঠেকাতে পারি না!” এই উক্তিতেই গর্জে উঠলেন বলিউড কুইন কঙ্গনা। তিনি এও বলেন, “আমি সর্বদা জাতির সম্মানের জন্য আওয়াজ তুলব। আমি সম্মান, সম্মান, আত্ম-সম্মান নিয়ে বেঁচে থাকি এবং জাতীয়তাবাদী হয়ে গর্বের সাথে বাঁচব! আমি নীতি নিয়ে কখনও আপস করবো না, কখনই করব না! জয় হিন্দ।”
मैं एक क्षत्राणी हूं। सर कटा सकती हूं, लेकिन सर झुका सकती नहीं! राष्ट्र के सम्मान के लिए हमेशा आवाज़ बुलंद करती रहूंगी। मान, सम्मान, स्वाभिमान के साथ जी हूं और गर्व से राष्ट्रवादी बनकर जीती रहूंगी! सिद्धांत के साथ नहीं कभी समझौता की हूं नहीं कभी करूंगी! जय हिंद ।
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020
মণিকর্ণিকার শোক অভিনেত্রী কাটিয়ে উঠতে পারেছেন না। বারংবার তিনি তাঁর স্বপ্নের ভাঙ্গাচোরা ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সমগ্র বলিউড একদিকে আর তিনি নিজে একদিকে থেকে এই কঠিন লড়াই লড়ছেন। কয়েকদিন আগেই অভিনেত্রী বিএমসির কাছ থেকে ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি টাকা দাবি করে বম্বে হাইকোর্টে নতুন করে ৯২ পাতার পিটিশন জমা দিয়েছেন কঙ্গনা। কোর্টের রায়ে অফিস ভাঙ্গার কাজ বন্ধ হলেও বিতর্ক বন্ধ হয়নি।
यें बलात्कार है, मेरे सपनों का, मेरे हौसलों का, मेरे आत्मसम्मान का और मेरे भविष्य का @INCIndia #NationlUnemploymentDay pic.twitter.com/DHl02Ec0eD
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020
কখনো জয়া বচ্চন, কখনো হেমা মালিনি, কখনো সোনাম কাপুর, ঊর্মিলা ও স্বরা-র মত নায়িকাদের যোগ্য জবাব দিয়েছেন কঙ্গনা।
एक उम्र बीत जाती है घर बनाने में और तुम आह भी नहीं करते बस्तियाँ जलाने में ?
यह देखो क्या से क्या कर दिया मेरे घर को क्या यह बलात्कार नहीं? pic.twitter.com/1TVaTSAJCc— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020
অভিনেত্রী স্বরা ভাস্কর ট্যুইট করে কঙ্গনাকে বলেন, ” “কঙ্গনা তুমি অসুস্থ। নইলে এমন লজ্জাজনক মন্তব্য করতে পারতে না। অনেক হয়েছে। এবার একটু থামো দয়া করে! তোমার নোংরা মন-মানসিকতা নিজের মধ্যেই সীমিত রাখো। আর তা না পারলে, একান্ত আমাকে গালিগালাজ করতে পারো। তোমার পাগলের প্রলাপ শুনতে রাজি আমি, সানন্দে শুনব। নোংরা কাদায় নেমে কুস্তিও লড়ব। কিন্তু জেনে রাখো, প্রবীণদের যথাযোগ্য সম্মান দেওয়া আমাদের ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য। জীবনশিক্ষার প্রথম পাঠ। আর তুমি তো ঘোষিত রাষ্ট্রবাদী তাই না!” পাশাপাশি ঊর্মিলা মাতন্ডকর কঙ্গনাকে রীতিমত পর্ণস্টার আখ্যাও দিয়ে দিয়েছেন। অন্যদিকে জয়া বচ্চন ও হেমা মালিনি বলিউডের ইমেজ রক্ষার্থে ময়দানে নেমে গেছেন।