Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাতে কাজ নেই, আয়কর দিতে পারছেন না বলিউড ‘ক্যুইন’ কঙ্গনা

Updated :  Friday, June 11, 2021 7:45 PM

গত বছর থেকে ভারতে জাঁকিয়ে বসেছে করোনা। করোনার চেন ভাঙতে বারবার দেশে লকডাউন হয়েছে। আর এই লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। সর্বস্বান্ত হয়েছেন দেশের কয়েক কোটি মানুষ। অনেকে সরকার কর দিতে পারেননি। এমনকি সেই তালিকায় নাম রয়েছে বলিউডের অনেক তারকা। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বছর হাতে কাজ না থাকার কারণে অর্ধেক আয়কর দিতে পারেননি তিনি।

সেই দাবি তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে করেছেন বলিউডের ‘ক্যুইন।‘ আয়কর রুল অনুযায়ী এক অর্থবর্ষে ইনকাম ট্যাক্স বাকি থাকলে সংশ্লিষ্ট আয়কর দাতার ওপর নিদিষ্ট কিছু টাকা জরিমানা নেওয়া হয়। তবে অভিনেত্রী জানান, সেই টাকা দিতে আপত্তি নেই কঙ্গনার। পোস্টে এমন দাবিও করেছেন তিনি। তিনি লেখেন, ‘দেশের সর্বোচ্চ আয়করদাতার তালিকায় আমার নাম আছে। আমার আয়ের ৪ শতাংশ আয়কর হিসেবে যায়। কিন্তু হাতে কাজ না থাকায় গত অর্থবর্ষের ৫০ শতাংশ আয়কর আমার বাকি রয়েছে। যেটা আমার কর্মজীবনের সর্বপ্রথম ব্যর্থতা।‘

পাশাপাশি বলিউডের সবথেেকে বেশি আয়কর দাতা অভিনেত্রী হিসেবে নিজের নাম দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা। ইনস্টাগ্রাম পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত ভাবে এখন সবার সময় খারাপ যাচ্ছে। কিন্তু ঐক্যবদ্ধ ভাবে সকলে সেই খারাপ সময়কে প্রতিরোধ করতে পারব। সম্প্রতি অভিনেত্রী অভিনীত শেষ ছবি থালাইভি২৩ শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, করোনার কারণে তা আবারো পিছিয়ে গিয়েছে। আগামি দিনে কঙ্গনার হাতে একাধিক ছবি আছে। কোনওটি মুক্তির অপেক্ষায়, কোনও ছবির আবার শ্যুটিং সব স্বাভাবিক হলে শুরু হবে। পাশাপাশি এখনো তাঁর হাতে শ্ তেজস, মণিকর্ণিকা-২ আর ধক্কড়ের মতো ছবিগুলো আছে।