মা কালীর ছবিকে ‘সেক্সি’ বলে সম্বোধন এক সেকুলার জিহাদিস্টের, এক হাত নিলেন কঙ্গনা রানাউত

ভারতবর্ষ যেখানে সকল ধর্মের লোক বাস করে, যেখানে পালিত হয় দুর্গা উৎসব, গণেশ চতুর্থী, দীপাবলি, ক্রিস্টমাস, ও মহরম, সেই দেশের কোন মানুষ বা ভিন দেশের কোন মানুষ যদি বিশেষ করে…

Avatar

ভারতবর্ষ যেখানে সকল ধর্মের লোক বাস করে, যেখানে পালিত হয় দুর্গা উৎসব, গণেশ চতুর্থী, দীপাবলি, ক্রিস্টমাস, ও মহরম, সেই দেশের কোন মানুষ বা ভিন দেশের কোন মানুষ যদি বিশেষ করে হিন্দু ধর্মীয় দেবদেবীকে নিয়ে নোংরা মন্তব্য করে বা কোন অসামাজিক ক্রিয়াকলাপ করে তাঁর বিরুদ্ধে ঠিক কোন স্টেপ নেওয়া উচিত? এই ব্যপারে বিস্তারিত জানার আগে একবার ছবিটি দেখে নিন –

মা কালীর ছবিকে 'সেক্সি' বলে সম্বোধন এক সেকুলার জিহাদিস্টের, এক হাত নিলেন কঙ্গনা রানাউত

এমন রক্ত গরম করা ছবি ট্যুইটারে পোস্ট করেছেন Armin Navabi। এই ছবির ক্যাপশনে এই ব্যক্তি লেখেন, “আরে আমি তো হিন্দু ধর্মের প্রেমে পড়ে গেলাম! আমি জানতামই না যে হিন্দু ধর্মে এরকম ‘সেক্সি’ দেবীও রয়েছেন। কেন যে কেউ একটা ধর্ম বেছে নেয়, কে জানে?”

এবারেও কঙ্গনা রানাউত চুপ করে নেই। গর্জে উঠলেন তিনি।হিন্দু দেবীর ছবি বিকৃতি নিয়ে সেই নেটিজেনের বিপরীতে গলার সুর চড়ালেন অভিনেত্রী। তিনি বলেন, “কাল ভৈরবের স্ত্রী মহাকালী ভৈরবী, যিনি কিনা মৃত্যুর দেবীজ্ঞানে পূজিত হন হিন্দু ধর্মে, শিল্পশৈলীর অছিলায় তাঁকে এমন অপমান! তা মাতৃদুগ্ধ পান করানো কিংবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার দৃশ্য মনে পড়লেও কি রাতে আপনার যৌনতা জেগে ওঠে?” চলুন দেখে নিই কঙ্গনার সেই বিরোধী কণ্ঠের প্রমাণ।