চণ্ডী মূর্তি কঙ্গনার।। তুলোধোনা করলেন উদ্ধব ঠাকরেকে

বুধবার সকাল থেকে কঙ্গনার অফিসে ভাঙচুর চালায় বিএমসি। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে কঙ্গনার অফিস, ঠিক এমনটাই দাবি করে বিএমসি। অভিনেত্রী কঙ্গনা রানাউত পালটা দাবি করেছেন, তিনি কোনও বেআইনি নির্মাণ করেননি এবং তাঁর কাছে সমস্ত বৈধ কাগজ আছে। এখানেই থেমে থাকেননি কঙ্গনা। তিনি জানিয়েছেন, ‘আমি কারোর কাছে মাথা নত করবো না’ যেমন কথা তেমন কাজ। রীতিমত Y ক্যাটাগরির সুরক্ষা নিয়েই মুম্বাই ফেরেন এবং ফিরেই নিজের রণ চণ্ডী মূর্তি ধারন করেন। এদিন, কঙ্গনা উদ্ধব ঠাকরে কে নিশানা করে জানান, ‘ সময় আসবে, তুই যেমন আমার ঘর ভেঙ্গেছিস একদিন তোর দম্ভও চূর্ণ হবে’।

না এখানেও থেমে যাননি কঙ্গনা, তিনি এও ট্যুইট করে জানিয়েছেন, ‘বংশ পরম্পরায় ক্ষমতা ভোগ করছেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ উদ্ধব ঠাকরে। তবে বাবার দৌলতে তিনি অর্থের গদির উপর বসে থাকতে পারেন কিন্তু নিজের সম্মান নিজেকেই অর্জন করতে হয়। উদ্ধব ঠাকরে জোর করে তাঁর মুখ বন্ধ করতে পারেন কিন্তু এভাবে আর কতজনের মুখ বন্ধ করবেন তিনি! একজনের মুখ বন্ধ করলে, একাধিক মুখ খুলবে বলে কড়া ভাষায় প্রতিবাদ করেন কঙ্গনা। পাশাপাশি উদ্ধব ঠাকরে তাঁর বংশের একজন নুমনা ছাড়া অন্য কিছু নন বলেও তীব্র আক্রমণ করেন কঙ্গনা রানাউত।’

এদিন কঙ্গনা তাঁর ভাঙ্গা অফিসের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন।