Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আক্রান্ত বলিউড ক্যুইন কঙ্গনা

Updated :  Saturday, May 8, 2021 11:48 AM

দিন দিন কোভিড-১৯ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিনোদন জগতে করোনার প্রবেশ এখন অবাদ। একের পর এক তারকা হু হু করে কোভিড আক্রান্ত হয়েই চলেছে। এবার করোনার কড়াল গ্রাসে বলিউড ক্যুইন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজেই শনিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে অনুগামীদের সাথে এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী। আপাতত ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে থাকছেন কঙ্গনা।

ইন্সটাগ্রামের এই পোস্টে নিজের যোগাসন করার একটি ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করছিলেন। চোখে জ্বালা অনুভব করছিলেন। গতকাল নিজের হোম টাউন হিমাচলে করোনা পরীক্ষা করান। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেকে হোম কোয়ারান্টিন করে রেখেছেন। তিনি

এসবের সাথে আরও লিখেছেন, জানি না কতদিন ধরে তাঁর শরীরে এই ভাইরাস ছিল। এবার ওদের তিনি মেরে ফেলবেন। দয়া করে ভয় পাবেন না কেউ। সকলে যত ভয় পাবেন তত ওরা সবাইকে ভয় দেখাবে। আসুন সকলে একসঙ্গে কোভিড-১৯-এর ধ্বংস করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না। এরপর অনুরাগীরা অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন।