Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কারও বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান’, কোন প্রসঙ্গে বললেন কঙ্গনা

Updated :  Friday, September 4, 2020 8:19 PM

কঙ্গনাকে পিছু ছাড়ছে না বিতর্ক। একেরপর এক বিতর্কিত মন্তব্য করে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন ইনি। কখনো সুশান্ত র কেস নিয়ে গলা ফাটিয়েছেন, কখনো বলিউডের স্বজনপোষণ নিয়ে অভিযোগ করেছেন, কখনো আবার বলিউডের মাদক ব্যবহার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কঙ্গনা যাই করুক না কেন, সমাজের বিভিন্ন এঙ্গেল থেকে উঠেছে নানান প্রশ্ন ও নানান অভিযোগ।

কঙ্গনা মূলত মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলেছেন, এর পাশাপাশি মুম্বাইয়ে থাকা নিরাপদ নয় এও জানিয়েছেন। এরপরেই শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত ইতিমধ্যে কঙ্গনাকে একহাত নেন এবং স্পষ্টত জানান তাঁকে আর মুম্বাইতে ফিরতে হবে না,উনি মানালিতেই থাকুন। শিবসেনার মুখপাত্রর অভিযোগ, কঙ্গনা রীতিমত মুম্বাই পুলিশকে অবমাননা করছেন এবং মুম্বাই পুলিশকে কার্যত অপমান করছেন।

বলিউডের মাদক ব্যবহার প্রসঙ্গে সঞ্জয় রাউত জানান, বলিউডের সঙ্গে মাদক কারবারীদের সম্পর্ক রয়েছে বলে কঙ্গনার হাতে যদি কোনও তথ্য প্রমাণ থাকে, তাহলে তিনি যেন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অথচ, কঙ্গনা বেশ স্পষ্ট করেই বলিউডের কিছু অভিনেতা ও পরিচালকের নাম উল্লেখ করেছেন।

ইতিমধ্যে, বলিউডের কিছু তারকা কঙ্গনার ট্যুইটের পাল্টা জবাব দিয়েছেন, চলছে সোশ্যাল মিডিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই। এর পরেই, শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে ট্যুইট করে ‘মনিকর্ণিকা’ অভিনেত্রী জানান, তাঁর মুম্বইতে ফেরা নিয়ে অনেকে অনেক ধরনের হুমকি দিতে শুরু করেছেন। আগামী সপ্তাহের ৯ সেপ্টেম্বর তিনি মুম্বইতে ফেরার পরিকল্পনা করেছেন। মুম্বই বিমানবন্দরে তিনি কখন নামবেন, তা ট্যুইট করে জানিয়ে দেবেন। কারও বাবার ক্ষমতা থাকলে, তাঁকে যেন আটকানো হয়। কঙ্গনার এমন দাপুটে ইঙ্গিতে তাকিয়ে তাঁর ভক্তরা। এরপর আর কি কি স্টেপ নিতে পারেন কঙ্গনা তা দেখার জন্য আগ্রহী হয়তো গোটা বলিউড ও মহারাষ্ট্র সরকার।