নয়াদিল্লি: চারিদিকে যখন করোনায় আক্রান্ত হচ্ছেন তাবড় তাবড় সেলিব্রেটিরা, ঠিক তখনই হূদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তাঁকে তড়িঘড়ি দিল্লির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, তার অবস্থা আশঙ্কাজনক, এমনটাই তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
ফর্টিস হাসপাতালের ইতিমধ্যেই কপিল দেবের অ্যানজিওপ্লাস্টি হয়ে গিয়েছে। শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি এই মুহূর্তে হয়নি বলেই সূত্রের খবর। স্বাভাবিকভাবেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের হূদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে ক্রীড়ামহল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। বিখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগ্লে ও আরও অন্যান্য ক্রীড়াবিদরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
বিরাট কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে টুইটে লিখেছেন, ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করি পাজি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’
হর্ষ ভোগলে কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বড় মনের শক্তিশালী কপিল দেবের দ্রুত সুস্থতা কামনা করছি। এখনও অনেক কিছু করার বাকি। এভাবেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’