Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kapil Sharma: নিজের উদ্যোগে এক অসুস্থ হাতির প্রাণ বাঁচালেন কমেডিয়ান কাপিল শর্মা, পেলেন পেটা’র প্রশংসা

Updated :  Sunday, December 26, 2021 9:05 AM

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান হলেন কাপিল শর্মা। নিমেষের মধ্যে মানুষকে হাসাতে পাড়ার প্রতিভাই তাকে জনপ্রিয় করেছে সকলের সামনে। সনির পর্দায় ‘দা কাপিল শর্মা শো’ টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় কমেডি শো। যার মূল কান্ডারী কপিল শর্মা। যাকে ছাড়া এই শো অসম্পূর্ণ। সম্প্রতি একেবারেই নিজের উদ্যোগে একটি অসুস্থ হাতিকে থেকে বাঁচিয়েছেন তিনি। তার এই উদ্যোগের জনজন্য পেটা অর্থাৎ ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস’ টুইটে তার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে কপিলকে।

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কাপিল শর্মাকে ধন্যবাদ জানিয়ে টুইটে পেটা লিখেছে, হাতি সুন্দরকে নিজের উদ্যোগে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ। তারা আরেকটি হাতির ব‍্যাপারেও দারুন খবর জানিয়েছে। পেটা ইন্ডিয়ার পরিশ্রমে দেশের সবথেকে রোগা হাতি লক্ষ্মীকে অত‍্যাচারের হাত থেকে পাকাপাকি ভাবে উদ্ধার করার জন‍্য আদালত সবুজ সঙ্কেত দিয়েছে।

পেটার এই টুইটের প্রতিক্রিয়ায় কপিল শর্মা লিখেছেন, এটা সত্যিই ভালো খবর। একজন পশুপ্রেমী হিসেবেও বেশ সুনাম রয়েছে কপিল শর্মার। আগের বছর গর্ভবতী হাতির মৃত‍্যুর খবরে শোরগোল পড়েছিল গোটা দেশে। সেইসময় কপিল শর্মা এই সমস্ত অবলা জীবদের প্রাণ রক্ষার দাবিতে পিটিশন করে আইন ও বিচারমন্ত্রককে একটি টুইটে মেনশন করেছিলেন।

২০১৩’তে কপিল শর্মার সেটে আগুন লেগেছিল। সেই সময়ের সঞ্চালক কমেডিয়ান কপিল শর্মার উদ্যোগেই প্রাণ বেঁচেছিল আশেপাশের পথ পশুদের। এর জন্য তিনি পশুপ্রেমী সংস্থার তরফ থেকে এবং সাধারণ মানুষের তরফ থেকেও প্রশংসিত হয়েছিলন। উল্লেখ্য, ২০১৫ সালে পেটার তরফ থেকে কমেডিয়ান কপিল শর্মাকে ‘পার্সন অফ দ‍্য ইয়ার’এর সম্মানে সম্মানিত করা হয়েছিল। পথ পশুদের দত্তক নেওয়ার উদ্যোগের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। উল্লেখ্য, কপিল শর্মার জঞ্জির নামে একটি দত্তক নেওয়া সারমেয় রয়েছে বাড়িতে।