দিন যত এগোচ্ছে ততই এবারে জমে উঠেছে ইন্ডিয়ান আইডল ১২। মাঝে এই শো নিয়ে বিতর্ক হলেও প্রতিযোগীদের গান বেশ ভালোই লাগে। দিন যত যাচ্ছে এই শোয়ের টিআরপি দিন দিন বেড়ে চলেছে। কিছুদিন পড়েই এই সিজনের বিজেতা কে হবে তাও জানা যাবে। গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে আসছে এই শো। শেষ ছয় প্রতিযোগীর মধ্যে চলছে জোরদার গানের টক্কর। এর মাঝে এই সপ্তাহের বিশেষ পর্বে বিচারকের বিশেষ আসনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিটাউনেট প্রযোজক করণ জোহর।
গোটা সিজন জুড়ে অনেক অতিথি বিচারক হিসেবে দেখা পাওয়া গিয়েছে। সম্প্রতি একটি প্রোমো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অতিথি বিচারক হিসেবে বিচারক আসনে রয়েছেন করণ জোহর। সকল প্রতিযোগির সুরেলা গানই মুগ্ধ করেছে প্রযোজক মশাইকে। তবে আরো এক প্রতিযোগীর সুরেলা কন্ঠী করণের মন জয় করেছে। হ্যাঁ বনগাঁর অরুণিতা কাঞ্জিলালের মিষ্টি মেয়ের গানে সবচেয়ে বেশি মুগ্ধ করণ। আর অরুণিতার গানের প্রশংসায় পঞ্চমুখ প্রযোজক বাবুর।
এই দিন ‘কভি খুশি কভি গম’ ছবির টাইটেল গানটি ‘মেরে সাঁনসো মে’ গানটি গাইতে দেখা গেছে বাংলার এই তরুণ শিল্পী অরুণিতাকে। এছাড়া ধড়ক সিনেমার টাইটেল গানটি গান অরুণিতা। যা শুনে মুগ্ধ হয়ে যান মঞ্চের অন্যান বিচারক সহ করণ জোহর। আর তখনই একটি বড় ঘোষণা করে ফেলেন প্রযোজক। তিনি অরুণিতাকে বলেন, ‘আজ থেকে তিনি আরও এক গায়িকার ভক্ত হয়ে গেলেম। আর সেটা হলে অরুণিতা’। যা অরুণিতার কাছে এক বিরাট প্রাপ্তি।
পাশাপাশি মঞ্চে দাঁড়িয়েই করণ আরও এক কথা বলেন, অরুণিতাকে ধর্মা ফিল্মসের তরফে অভিনন্দন জানানো হয়েছে। এ বছরেই তাঁর নতুন ছবিতে গান গাইবেন অরুণিতা। এখন বঁনগার অরুণিতা বলিউডের জনপ্রিয় ধর্মা ফ্যামেলির নতুন সদস্য। প্রথমবার এই রিয়েলিটি শোতে গিয়েই দর্শকের মন জয় করে নিয়েছেন অরুণিতা। এখন এটাই দেখার এই রিয়ালিটি শো-তে কি অরুণিতা কি প্রথম হতে পারবেন। বিজয়ী হবে কিনা জানা না গেলেও ইতিমধ্যে বলিউডে একের পর এক অ্যালবামে গান গাওয়ার সুযোগ পেয়েছে অরুণিতা। এখনই বলিউডে কিন্তু নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। কিছুদিন আগেই অরুণিতা হিমেশ রেশামিয়ার সুরে আর পবনদ্বীপের সঙ্গে জুটিতে মিলে নতুন হিন্দি গান ‘তেরি উমিদ’ কন্ঠ মিলিয়েছেন।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’