তোয়ালে পরে তুমুল নাচলেন করণ জোহর, ভিডিও দেখে ঝড় উঠল নেট দুনিয়ায়

শাহরুখ খান, করণ জোহর ও কাজলে মধ্যে একটা অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আর সেটা প্রায় সকলেরই জানা। এই তিনজন জুটি বেঁধে বহু সিনেমা দর্শকদের উপহার দিয়ে এসেছে। করণ জোহর পরিচালিত…

Avatar

শাহরুখ খান, করণ জোহর ও কাজলে মধ্যে একটা অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আর সেটা প্রায় সকলেরই জানা। এই তিনজন জুটি বেঁধে বহু সিনেমা দর্শকদের উপহার দিয়ে এসেছে। করণ জোহর পরিচালিত শাহরুখ ও কাজল অভিনীত এমন কোনও সিনেমাই বোধ হয় নেই, যেটা সুপারহিট হয়নি বক্সঅফিসে। তবে সাম্প্রতিককালে কাজল, শাহরুখকে স্ক্রিনে দেখা না গেলেও আজও তাঁদের চর্চা হলে অন্য যে কোনও সেলিব্রেটি পিছনে পড়ে যেতে পারে। এমনকি করন জোহর পরিচালিত সিনেমাও অনেকদিন দর্শকরা দেখতে পায়নি। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে করণ জোহরকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে দেখা গিয়েছে। কখনও সুসান সিং রাজপুতের মৃত্যুর পর নেপতিজমদের আক্রমণের শিকার হয়েছেন তিনি, তো কখনও আবার অন্যান্য কারণে ভাইরাল হয়েছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় করণ জোহরের আধিপত্য বেশ জোরালো, এমনটা কিন্তু বলাই যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাজিগরের সিনেমার ‘মেরে খাবো মে জো আয়ে’ গানটিতে যেভাবে তোয়ালে পরে কিশোরী কাজল নেচেছিলেন, সেভাবেই একই গানে নাচছেন করণ জোহর। তবে এটা সত্তিকারের কারণ জোহর নয়। পুরোটাই ফটো এডিটিংয়ের কাজ। ‘মেরে খাবো মে জো আয়ে’ কাজলের এই গানটিতে শরীরটা কাজলের রেখে মুখে করণ জোহরের মুখ বসানো হয়েছে, যা দেখে মনে হচ্ছে করণ জোহর স্বয়ং তোয়ালে পরে এই গানে নাচছেন।

https://www.instagram.com/p/CG0Hbj2BnmS/?igshid=10bkq1xmvphj7

ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যেটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ভাইরালই নয়, এই ভিডিওর কারণে ফের একবার ট্রোলড হতে হল পরিচালক করণ জোহরকে।