Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Karan Singh Chhabra: ছোট্ট ভুল করার জন্য এয়ারপোর্টে এক তরুণীর কাছে এই অভিনেতাকে চড় খেতে হল! ভাইরাল ভিডিও

Updated :  Saturday, August 14, 2021 10:02 PM

ইন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি আর সাধারণ মানুষের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা এক হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে অনেকে নিজের গুনাবলী স্বাচ্ছন্দ্যে প্রকাশ হয়। আবার অনেক অন্যায় জিনিস ও প্রকাশ পায়। অন্যায় দেখে অনেকে গর্জে ওঠে। যেমন দিন কয়েক আগে লখনউয়ের ট্রাফিক সিগন্যালে এক তরুণী বিনা কারণে একের পর এক চড় কষিয়েছিল এক ক্যাব চালককে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে নিজেদের মতো করে প্রতিবাদ জানায়।

এরকম একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। তবে এবারে ক্যাব চালক নয়, অভিনেতা চড় খেলেন। মুম্বাই
এয়ারপোর্টের মধ্যে জনপ্রিয় টেলি অভিনেতা করণ সিং ছাবরা মার খেলেন। অভিনেতাকে একের পর এক থাপ্পড় মারতে দেখা গেল এক তরুণীকে। সেখানে করণের সাথে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরিও।

তবে প্রথমে ওউ ভিডিও দেখলে অনেকে চমকে যাবেন। কিন্তু এই অভিনেতার মার খাওয়া আর ক্যাব ড্রাইভারের চড় খাওয়া এক নয়। আসলে করণ না জেনে শুনে মার খাননি বরং তিনি লখনউর ক্যাব ড্রাইভারের মার খাওয়ার কাণ্ডটির নাট্য রূপে প্রকাশ করলেন করণ ও তাঁর বন্ধুরা। আসলে তাঁরা লখনউর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টের ভিতর করণ ট্রলি নিয়ে যাওয়ার সময় এক তরুণীর পায়ে টক্কর লেগে যায়। এরপরই হিংসাত্মক হয়ে উঠে সেই তরুণী চড় কষাতে থাকেন করণকে। মাস্কে মুখ ঢাকা এই তরুণী হলেন ডান্সার স্বপ্না সূর্য বংশী। ডান্স ইন্ডিয়া ডান্সের অন্যতম প্রতিযোগী ছিলেন স্বপ্না, জারা ‘নাচকে দিখা’র ট্রফিও জিতেছিলেন। আর এই ঘটনা লেন্সবন্দী করলেন গুরমিত। তবে এই থাপ্পড় কাণ্ড দেখে হতবাক করণের বন্ধু দেবিনা। তিনি তো নিজের স্বামী গুরমিতের কাছে প্রশ্নও করে বসেন, ‘এটা কী ঘটল?’। তবে এই নাটকীয় পুরো ঘটনাটি নিজের সেলফোনে লেন্সবন্দি করেন গুরমিত। তবে অভিনেতার এই অভিনব প্রয়াস দেখে অনেকে প্রশংসা করেছেন। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।