Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করিনা না অনুষ্কা? কার সন্তান আগে আসতে চলেছে?

Updated :  Sunday, January 10, 2021 11:00 AM

এই মুহূর্তে বলিটাউনের অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor khan) না অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma), কার সন্তান আগে ভূমিষ্ঠ হতে চলেছে এই পৃথিবীতে। এমনকি একজন  জ‍্যোতিষী বলেছেন, অনুষ্কার কোল আলো করে জন্মাবে কন্যাসন্তান।  অপরদিকে একাধারে দিন গুনছে পতৌদি পরিবার এবং কোহলি ও শর্মা পরিবার। প্রকৃতপক্ষে করিনা ও অনুষ্কা দুজনেই চাইছেন তাঁদের সন্তানরা সাধারণভাবে বেড়ে উঠুক।  তাদের শৈশবে যেন পাপারাৎজির আলো না পড়ে। সুতরাং এই দুই অভিনেত্রীর মধ্যে যাঁর সন্তান পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হবেন, তাঁর সন্তান মিডিয়ার স্পটলাইটের অধিকাংশই শুষে নেবেন যা এই দুই মা চান না।  সম্প্রতি ইন্সটাগ্রামে করিনা তাঁর  একটি সাদা-কালো ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের জন্য।

অপরদিকে শর্মিলা ঠাকুরও একই চিন্তায় মগ্ন। বলিউডের স্টারকিড তৈমুর (Taimur ali khan)-এর প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে পাপারাৎজি।  কিন্তু সেটা যে আদৌ তার পরিবার পছন্দ করে না,  নিজের কথার মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছিলেন তৈমুরের ঠাকুমা অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।  সম্প্রতি তাঁর পুত্রবধূ করিনা কপূর খানের টক শো-এ এসে তৈমুরের জনপ্রিয়তার বিষয়ে কথা বললেন শর্মিলা।  করিনা ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ নামে একটি টক শো হোস্ট করেন। এই টক শো-য়ে এসে শর্মিলা বলেছেন, বিরাট (Virat kohli) ও অনুষ্কার সন্তানের আগমন হলে কিছুটা হলেও পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানির হাত থেকে মুক্তি পাবে তৈমুর।  করিনাও শাশুড়ির কথায় সম্মতি প্রদান করেন।

প্রকৃত পক্ষে  তৈমুর আলি খানের পরিচয়ের রাজকীয়তা তাকে আরও বিড়ম্বনার সম্মুখীন  করে তুলেছে।  মা করিনার দিক থেকে তৈমুরের শরীরে বইছে বলিউডের ফার্স্ট ফ্যামিলি কপূরদের রক্ত।  বাবা সইফ আলি খান(Saif ali khan)-এর দিক থেকে তৈমুর গোয়ালিয়রের রাজপরিবার পতৌদি বংশের রাজপুত্র।  কিন্তু আদতে সে একটি শিশু।  অন্য যেকোনো শিশুর মতোই তৈমুর এক সুস্থ শৈশবের অধিকারী, পাবলিসিটির মোহে এই কথা  প্রায় ভুলতে বসেছেন পাপারাৎজির দল। তৈমুরের ঠাকুমা সহ সমগ্র পরিবার তৈমুরকে তার প্রাপ্য শৈশব উপহার দিতে চান।