বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখণ্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাইফ আলি খানের। জনপ্রিয়তার পাশাপাশি অর্থের কোনো অভাব নেই এই বলি তারকার। তাই তো বেশ বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তিনি। পাশাপাশি তারকার ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট চর্চা চলে ইন্টারনেট দুনিয়াতে। করিনা কাপুরের সাথে তার মিষ্টি সম্পর্ক প্রায় খবরের শিরোনামে উঠে আসে।

বলিউডের অত্যন্ত মিষ্টি দম্পতির তালিকা প্রস্তুত করলে প্রথমের দিকেই থাকবেন সাইফ আলি খান এবং করিনা কাপুর। তাদের বয়সের মধ্যে বিশাল ব্যবধানে থাকলেও সম্পর্কের মধ্যে কোনো খুঁত নেই। একে অপরের প্রতি বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া তাদের দাম্পত্য জীবনের কেমিস্ট্রিকে আরও মজবুত করে তুলেছে। এই সাইফ-কারিনার দুই সন্তান রয়েছে। তারা হলেন তৈমুর এবং জাহাঙ্গীর। কিছুদিন আগেই জন্ম নিয়েছে জাহাঙ্গীর।
তবে এরমধ্যেই জানা গিয়েছে যে আবার করিনার বাড়িতে আসতে চলেছে এক নতুন সদস্য। আবার করিনা পরিবারে শোনা যাবে ছোট্ট শিশুর কান্না। আবারও শিশুদের কলকালিতে মজে থাকবে কাপুর পরিবার। আর এই নিয়ে বেজায় খুশি স্বামী সাইফ আলী খান। তাহলে কি আবার অন্তঃসত্ত্বা করিনা? আসলে আপনারা যেমনটা মনে করছেন ঠিক তেমনটা নয়। আজকের এই প্রতিবেদনে কাপুর পরিবারে নতুন সদস্য আগমনের কথা বলা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে কাপুর পরিবারে করিনার ভাই রণবীর কাপুরের বাচ্চা হতে চলেছে। সকলেই জানেন যে রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রেগনেন্ট। তাই বলা হয়েছে যে খুব শীঘ্রই কাপুর পরিবারে এক সন্তান হবে এবং যা নিয়ে সকলেই খুশি।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained