Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো নেটের শাড়িতে লাস্যময়ী করিশ্মা কাপুর, ছবি তোলার জন্য যা করলেন অভিনেত্রী… রইল ভিডিও

Updated :  Friday, March 11, 2022 4:35 PM

কারিশ্মা কাপুর বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি নব্বইয়ের দশকে রীতিমতো ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। বহু নামিদামি তারকার সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। সম্প্রতি মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাকে। অনুষ্ঠান থেকে বেরিয়ে পোজ দিয়েছিলেন পাপারাজিৎদের ক্যামেরার সামনে। তবে ছবি তোলার আগে অভিনেত্রীর কান্ড দেখে অবাক সকলেই।

মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের টুকরো টুকরো দৃশ্য থেকে থেকেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে কারিশ্মা কাপুরকে। এই অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে কোন এক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অভিনেত্রীও। তবে সেই পুরস্কার অভিনেত্রী নিজে নয় বয়ে দিয়েছেন অন্য একজন। সেই দৃশ্য ভাইরাল হওয়া ভিডিওতেই ধরা পড়েছে।

ভিডিওতে আরও দেখা গিয়েছে, তিনি অনুষ্ঠান থেকে বেরোবার সময় যখন পাপারাজিৎদের ক্যামেরার সামনে এলেন তখন অন্য আরেক মহিলা এসে তার শাড়ি ঠিক করে দেন। সম্ভবত তিনি তার ব্যক্তিগত টিমের কেউ একজন। ছবি তোলার আগে ক্যামেরাম্যানদের একটু অপেক্ষা করতে বলেন তিনি। এরপরই সেই মহিলা এসে তার শাড়ি ঠিক করে দেন এবং তিনি একাধিক পোজ দেন ছবির জন্য। উল্লেখ্য, অনুষ্ঠানের দিন অভিনেত্রীকে কালো নেটের শাড়িতে দেখা গিয়েছে। এই শাড়িতে অভিনেত্রীকে রীতিমতো লাস্যময়ী লাগছিল, তা বলাই বাহুল্য। তার ভক্তরা তার রূপে আবারো মুগ্ধ হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

সাধারণেরা নিজেদের পছন্দের তারকাদের সুন্দর সুন্দর ছবি দেখতে পছন্দ করেন। তারকারও তাদের ভক্তদের নিরাশ করেন না। তবে সেই সুন্দর ছবি তুলতে তারকাদের যে রীতিমতো কসরত করতে হয়, তা বলাই বাহুল্য। এদিন কারিশ্মা কাপুরের ছবি তোলার আগে আড়ম্বর দেখেই তা আবারো প্রমাণিত হল।