Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউডে শোকের ছায়া, ৫৩ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রীর প্রাক্তন স্বামী

Updated :  Friday, June 13, 2025 10:48 AM
karishma kapoor ex husband

হৃদয় বিদীর্ণ করে দিল একটি অপ্রত্যাশিত খবর। বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুর ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বৃহস্পতিবার রাতে। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।

সঞ্জয়ের আকস্মিক মৃত্যুতে বলিউড এবং ব্যবসায়ী মহলে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত চিকিৎসা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। বিশিষ্ট ব্যক্তিত্ব সুহেল সেঠ এক সোশ্যাল মিডিয়া পোস্টে সঞ্জয়ের মৃত্যু নিশ্চিত করে লেখেন, “এটি এক বিশাল ক্ষতি, আমি গভীরভাবে শোকাহত। সঞ্জয়ের পরিবার ও সহকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”

মৃত্যুর খবর শোনার পরই গভীর রাতে করিশ্মা কাপুর তার বোন কারিনা কাপুর ও স্বামী সাইফ আলি খানের সঙ্গে মুম্বইয়ের বাড়িতে পৌঁছান। করিশ্মা ও সাইফের মুখে ছিল বিষাদ। কারিনাকেও গাড়ির ভিতরে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়, যেখানে স্পষ্ট ছিল গভীর শোকের ছাপ।

ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড তারকারাও পাশে এসে দাঁড়ান। মালাইকা অরোরা, অমৃতা অরোরা ও অমৃতার স্বামী শাকিল লাদাক করিশ্মার বাসভবনে পৌঁছান এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তবে এখনও পর্যন্ত করিশ্মা কাপুর এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুরের বিয়ে হয়েছিল ২০০৩ সালে। তাঁদের দুই সন্তানের মধ্যে কিয়ান ২০১০ সালে জন্ম নেয় মুম্বইয়ে। পরবর্তীতে ২০১৪ সালে দু’জনে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন এবং ২০১৬ সালের জুনে তাঁদের বিবাহ আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। বিবাহ বিচ্ছেদের পর সঞ্জয় কাপুর প্রিয়া সচদেবকে বিয়ে করেন, যাঁর সঙ্গে তাঁর একটি ছেলেও রয়েছে। এই হঠাৎ চলে যাওয়া বলিউড ও করিশ্মার ব্যক্তিগত জীবনে এক গভীর দুঃখের অধ্যায়। মৃত্যুর সময় তিনি সোনা কমস্টার কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন।

৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সঞ্জয় কাপুরের মৃত্যু কবে ঘটেছে?
বৃহস্পতিবার রাতে, ইংল্যান্ডে।

কী কারণে সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছে?
হৃদরোগে আক্রান্ত হয়ে, পোলো খেলার সময়।

কে কে করিশ্মা কাপুরের পাশে দাঁড়িয়েছেন এই দুঃসময়ে?
কারিনা কাপুর, সাইফ আলি খান, মালাইকা ও অমৃতা অরোরা, শাকিল লাদাক।

সঞ্জয় কাপুরের প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর নাম কী?
প্রথম স্ত্রী করিশ্মা কাপুর, দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব।

সঞ্জয়ের মৃত্যু নিয়ে করিশ্মা কাপুর কি কোনও প্রতিক্রিয়া জানিয়েছেন?
না, এখনো পর্যন্ত করিশ্মা কোনও বিবৃতি দেননি।