Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবাক কান্ড! ৭৫০ কেজির বিশালাকৃতি মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে

Updated :  Friday, October 23, 2020 11:59 AM

কর্ণাটক: মৎস্যজীবীদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ার ঘটনা নতুন নয়। তবে এবার যেটা হল, সেটা সত্যিই বিরল। তবে এবার ঘটনাস্থল দীঘা বা ওড়িশা উপকূল নয়। এবার ঘটনাস্থল কর্ণাটক। সেখানে মৎস্যজীবিদের জালে ধরা পড়েছে ৭৫০ কেজির বিশালাকৃতি মাছ, যা দেখে কার্যত হতবাক মৎস্যজীবীরাই।

মঙ্গলবার নৌকা নিয়ে মাঝসমুদ্রে রওনা হন সুভাষ সাইলান নামে এক মৎস্যজীবী। আর তাঁর জালেই ধরা পড়ে এই শংকর মাছ। এর সঙ্গে আড়াইশো কেজির আরও একটি মাছ জালে ধরা পড়ে। সুভাষ যখন মাছ নিয়ে উপকূলে আসেন, তখন মাছ দুটি বয়ে নিয়ে যেতে একট ক্রেন নিয়ে যাওয়া হয়।

অবাক কান্ড! ৭৫০ কেজির বিশালাকৃতি মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে

জানা গিয়েছে, দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির। এর মুখ হয় অনেক বড়, শিং-এর মত ধারাল লেজ। এই মাছ বিরল প্রজাতির। ভারতে খুব বেশি সংখ্যায় দেখা যায় না। এই ধরণের মাছ সাধারণত উষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে কর্ণাটকের নাগাসিদ্ধির মৎস্যজীবীদের জালে এমন বিশালাকৃতি মাছ ধরা পড়ার ঘটনা সত্যিই বিরল।