Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রেমিককে জড়িয়ে ধরলেন ক্যাটরিনা, ফাঁস হল সেই ভাইরাল ছবি

Updated :  Friday, January 29, 2021 9:53 PM

এই মুহূর্তে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina kaif) ও অভিনেতা ভিকি কৌশল (viki kaushal)-এর সম্পর্ক নিয়ে বলিটাউনে চলছে জোরদার তরজা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাটরিনার ‘ভিকি পিলো’ ছবি। সম্প্রতি ক্যাটরিনা নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনা একটি হলুদ টি-শার্টের উপর শুয়ে রয়েছেন এবং তাঁর চারপাশে ‘ফিল্টারড’ প্রজাপতি। ছবিটি আপলোড হতেই ‘ভিক্ট্রিনা’ ফ্যানরা খুঁজে বের করেন একই রঙ ও ডিজাইনের টি-শার্ট পরা ভিকি কৌশলের ছবি। এরপর তাঁরাই দুয়ে দুয়ে চার করে বলেন, আসলে ক্যাটরিনা ভিকিকে জড়িয়ে ধরে তাঁর বুকে শুয়ে আছেন। ইতিমধ্যে বিতর্ক উস্কে দিয়ে ক্যাটরিনা ছবিটি ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে গেছে ছবির স্ক্রিনশট। ভিকি আপাতত সমস্ত বিতর্ক নিয়ে নিশ্চুপ।

প্রেমিককে জড়িয়ে ধরলেন ক্যাটরিনা, ফাঁস হল সেই ভাইরাল ছবি

কিছুদিন আগেই আলিবাগে ছুটি কাটাতে গিয়েছিলেন ভিকি কৌশল এবং তাঁর ভাই অভিনেতা সানি কৌশল (sunny kaushal)। তবে তাঁদের সঙ্গে যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তাঁর বোন ইসাবেলা (Isabela) রয়েছেন, একথা জানা ছিল না কারও। পয়লা জানুয়ারি ইসাবেলার সঙ্গে অনেকগুলি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন ক্যাটরিনা। আলিবাগের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছবিগুলি তুলেছেন ইসাবেলা ও ক্যাটরিনা। আলিবাগের যে রিসর্টে তাঁরা আছেন, সেখানকার কিছু ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেন ইসাবেলা। কিছুক্ষণ পরে ভিকিও ইন্সটাগ্রামে সেই একই ছবি শেয়ার করেন। তখন নেটিজেনরা জানতে পারেন, আসলে ক্যাটরিনা ও ভিকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এছাড়াও ভিকি তাঁর ভাই সানির সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। অপরদিকে ক্যাটরিনা একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাঁকে ও ইসাবেলাকে মাথা অবধি হুডি পরে দেখা যাচ্ছে। তাঁদের ব্যাকগ্রাউন্ডে কাঁচের উপর ধরা পড়েছিল ভিকির প্রতিবিম্ব কারণ ছবিটি ভিকি তুলেছিলেন। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে ক‍্যাটরিনা লেখেন, সোয়েটার পরার মতো আবহাওয়া। পরে ক্যাটরিনা সেই ছবিটি ডিলিট করে দিলেও তাঁর ফ্যানপেজ থেকে এই ছবিটি ভাইরাল হয়ে যায়।

এর আগে ভিকিকে তাঁর ও ক্যাটরিনার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ভিকি বা ক্যাটরিনা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলতে চাননি। গত বছর ক্রিসমাস পার্টিতেও একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এর আগে হারলিন শেঠি (Harleen shetty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন ভিকি। কিন্তু 2019 সালের এপ্রিল মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অপরদিকে ক্যাটরিনা বহুদিন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু কাপুর পরিবারের হস্তক্ষেপে ভেঙে যায় তাঁদের সম্পর্ক।