Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই বলি ডিভাদের আসল নাম শুনলে অবাক হবেন, জেনে নিন

Updated :  Friday, April 1, 2022 8:57 AM

বলিউডের অভিনেত্রীরা কোন কোন কারণে চর্চায় থাকেন মিডিয়ায়। কেরিয়ারের শুরু থেকেই বলিউডের অভিনেত্রীরা দিনরাত পরিশ্রম করেন প্রথম সারির বলি ডিভা হয়ে ওঠার জন্য। প্রথম সারির অভিনেত্রী হওয়ার জন্য অনেকসময় এইসমস্ত অভিনেত্রীকে নিজেদের নাম পর্যন্ত বদলাতে হয়। জেনে নিন সেরকমই বেশ কয়েকজন অভিনেত্রীদের নাম, যাদের কথা জানলে রীতিমত অবাক হবেন আপনারাও।

১) শিল্পা শেট্টি: শিল্পা শেট্টি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। অভিনয় জগতে আসার আগে অভিনেত্রীর নাম ছিল অশ্বিনী শেট্টি। অভিনেত্রীর মা ছিলেন জ্যোতিষী। অভিনয় জীবনে যাতে অভিনেত্রী উন্নতি করতে পারেন তার জন্য মেয়ের নাম নিউমেরোলজি দেখে বদলে রেখেছিলেন শিল্পা।

২) ক্যাটরিনা কাইফ: লন্ডনে বড় হয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে অভিনয় জগতে আসার পূর্বে অভিনেত্রীর নাম ছিল ক্যাটরিনা টারকোট। কিন্তু তার এই পদবী উচ্চারণ করা কঠিন বলে মায়ের ‘কাইফ’ পদবী ব্যবহার করা শুরু করেন তিনি। বর্তমানে গোটা ইন্ডাস্ট্রি তাকে ক্যাটরিনা কাইফ নামেই চেনে। বলিউডের ক্যাট তিনি।

৩) প্রীতি জিন্টা: অভিনয় জগতে প্রবেশ করার আগে অভিনেত্রীর আসল নাম ছিল, প্রীতম সিং জিন্টা। পরবর্তীকালে অভিনয়ের কেরিয়ারে উন্নতির জন্য নিজের নাম বদলে রাখেন প্রীতি জিন্টা।

৪) মল্লিকা শেরাওয়াত: মল্লিকা শেরাওয়াতেরও অভিনয় জীবনে আসার আগে এই নাম ছিল না। অভিনয়ে আসার পর তিনি নিজের নাম বদলে মল্লিকা শেরাওয়াত রাখেন। তার আসল নাম ছিল, রিমা লাম্বা।

৫) সানি লিওনি: অভিনয় জগতে আসার আগে বলিউডের সানি লিওনির নাম ছিল কারাণজিৎ কৌর। পরবর্তীকালে তিনি নিজের নাম বদলে সানি লিওনি রাখেন। তার অভিনেত্রী হয়ে ওঠার গল্পের উপর ভিত্তি করে একটি ওয়েব সিরিজও হয়ে গিয়েছে। তিনি অ্যাডাল্ট ছবির তারকা।

৬) টাব্বু: টাব্বু বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। অভিনয় জগতে আসার পূর্বে তার আসল নাম ছিল তাবাস্সুম ফাতিমা হাশমি।

৭) ভূমিকা চাওলায়: ‘তেরে নাম’ ছবিতে অভিনয় করার পূর্বে অভিনেত্রীর নাম রচনা চাওলা থেকে বদলে রাখা হয় ভূমিকা চাওলা।

৮) অনুষ্কা শেট্টি: অনুষ্কা শেট্টি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। আনুষ্কা শেট্টির অভিনয় জগতে আসার পূর্বে নাম ছিল সুইটি শেট্টি।

অনেকেই হয়তো এই সমস্ত অভিনেত্রীদের আসল নাম জানতেন না। তারা ক্যামেরার সামনে নিজেদের স্বঘোষিত নামেই পরিচিত। যারা এখনো পর্যন্ত এইসমস্ত অভিনেত্রীদের আসল নাম জানেন না, তাদের জন্য রইল এই প্রতিবেদন।