Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

KBC-তে এক ‘সিঙ্গেল মাদার’-এর জীবন যুদ্ধের কথা শুনে অমিতাভ দিলেন ৫ লক্ষ টাকা!

Updated :  Friday, October 23, 2020 5:31 PM

অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ -১২ নম্বর সিজনে উঠে এসেছে এক সিঙ্গেল মাদার-এর গল্প। তাঁর হাতেই অমিতাভ তুলে দেন ৫ লক্ষ টাকা। এই সিঙ্গেল মাদারের নাম স্বরূপা দেশপান্ডে। মুম্বইয়ের বাসিন্দা তিনি। এই অনুষ্ঠানের হট সিটে বসে ৯টি প্রশ্নের উত্তর দেন স্বরূপা। এরমধ্যে তিনি খরচ করে ফেলেন সমস্ত লাইফ লাইন। ১ লক্ষ ৬০ হাজার টাকা জিতেই খেলা ছাড়েন স্বরূপা। কিন্তু এই মহিলা যেভাবে একার হাতে সন্তান বড় করে তুলেছেন তা সমাজের কাছে এক বড় দৃষ্টান্ত। স্বরুপা যে মহিলাদের কাছে অনুপ্রেরণা হতে তা অমিতাভ সেই মঞ্চেই জানান।

এই KBC-র মঞ্চে অমিতাভ স্বরূপার বড় মেয়ের জন্য ৫ লক্ষ টাকা স্কলারশিপ ঘোষণা করেন। আর এই টাকা বিগ বি নিজেই দেন স্বরূপাকে।