Today Trending Newsদেশনিউজ

দিল্লির ব্যাগ কারখানায় আগুন লাগার ঘটনায় মৃত প্রত্যেকের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা কেজরিওয়ালের

Advertisement

দিল্লি : রবিবার সকালে দিল্লির রানি ঝাঁসি রোডে আনাজ মান্ডির ব্যাগ কারখানায় ভয়াবহ আগুন লাগে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৪৩ জনের, আহত বহু। ঘটনার পরেই ঘটনাস্থলে হাজির হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখান থেকে তিনি হাসপাতালে যান আহতের সঙ্গে দেখা করতে। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে ওই উত্তর দিল্লির ওই কারখানায়। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩০ টি ইঞ্জিন। শট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা দমকলের। জানা যাচ্ছে, যখন আগুন লাগে তখন সব শ্রমিকরাই কারখানার মধ্যেই ঘুমাচ্ছিলো। ফলে আগুন লাগার ঘটনা তারা টের পায়নি।

যখন তাদের ঘুম ভাঙে তখন কারখানার অনেকটা অংশই পুড়ে গেছে আগুনে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সকল প্ৰকার আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Related Articles

Back to top button