Today Trending Newsদেশনিউজ

মোদীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে শপথ গ্রহন করলেন কেজরিওয়াল

Advertisement

তৃতীয় বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে কেজরীওয়াল জানালেন তিনি সকলের মুখ্যমন্ত্রী। যে কোনো পার্টি, ধর্ম, জাতি নির্বিশেষে তিনি সকলের জন্য কাজ করবেন। শপথ গ্রহনের পর তিনি বলেন মানুষ বিজেপিকে ভোট দিয়ে থাকুন বা কংগ্রেসকে, তিনি সকলের মুখ্যমন্ত্রী। সকলেই যে আপ কে ভোট দেবে এমন টা হয় না, কেউ আপকে ভোট দিয়েছেন, কেউ বিজেপিকে। কেউ কংগ্রেসকে ভোট দিয়েছেন, তো কেউ আবার অন্য কোনও দলকে। কিন্তু তিনি যে সকলের মুখ্যমন্ত্রী এবং সকল দিল্লিবাসীর উন্নতি তার লক্ষ্য সেকথাই বলেছেন তিনি। বিগত পাঁচ বছর শুধু কাজ করে গিয়েছেন তিনি। কাজের ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্ব তিনি করেননা। যারা বিজেপিকে সমর্থন করে তাদের কাজও তিনি পূর্বে করেছেন। বিজেপির এলাকাতেও রাস্তা তৈরি থেকে পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া, সবই করেছেন তিনি।

এদিন তিনি বিনামূল্যে পরিষেবা দেওয়া নিয়ে তাকে করা আক্রমণের জবাবে বলেন, ভালোবাসার কোন মূল্য হয় না। পৃথিবীতে যা কিছু অমূল্য, তা বিনামূল্যেই দিয়েছেন ভগবান। তাই সরকারি স্কুল, হাসপাতাল প্রভৃতি স্থানে বিনামূল্যে পরিষেবা পাওয়া মানুষের অধিকার। নির্বাচনী প্রচার চলাকালীন কেজরীবালকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ করা হলেও তাদের বলা সব কথাকেই তিনি ক্ষমা করে দিয়েছেন। কেজরীবাল বলেন, দিল্লির জন্য আরও অনেক কাজ বাকি।যা তার একার পক্ষে সম্পূর্ণ করা সম্ভব না, সকলে মিলে করতে হবে। সকলের সঙ্গে মিলে দিল্লির উন্নতি করতে চান তিনি। দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন নেতা আসবে যাবে, দল আসবে যাবে, উন্নতির চাবিকাঠি মানুষের হাতেই।

আরও পড়ুন : বারাণসীতে মোদী, দেশের প্রথম বেসরকারি রুটের ট্রেনের উদ্বোধন

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় আসতে পারেননি বলে জানান তিনি। দিল্লির উন্নতির জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছেও আশীর্বাদ চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২ কোটি দিল্লিবাসীর কাছে তিনি আর্জি জানিয়েছেন তারা যাকেই ভোট দিয়ে থাকুক না কেন, আজ থেকে সকলেই মুখ্যমন্ত্রীর পরিবার।তাই যে কোন প্রয়োজন নির্দ্বিধায় তাকে স্মরণ করার অনুরোধ করেছেন তিনি।

Related Articles

Back to top button