‘দিল্লীর পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেনা নামানো প্রয়োজন’, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের
দিল্লীর উত্তাল পরিস্থিতি সামলাতে সেনা নামানোর প্রয়োজন রয়েছে বলে দাবী করলেন অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন। তার মতে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে, তাই সেনা নামানো দরকার।
বুধবার তিনি একটি ট্যুইট বার্তায় বলেন, ”সারারাতে আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম প্রচেষ্টা চালিয়েও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে দিল্লী পুলিশ। সেনা নামানো অবশ্যই উচিত এছাড়াও অবিলম্বে অন্যান্য আক্রান্ত এলাকাতেও কারফিউ জারি করা উচিত। আমি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শীঘ্রই চিঠি লিখছি।”
আরও পড়ুন : দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা ১৮, পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অমিত শাহ ও অজিত ডোভাল
উল্লেখযোগ্য কয়েকদিন ধরেই নাগরিকত্ব আইন নিয়ে পক্ষে ও বিপক্ষের থাকা বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে এছাড়া আহতের সংখ্যাও ২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল খতিয়ে দেখেন অজিত ডোভাল এছাড়া সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর ও গোকুলপুরী এলাকা ঘুরে দেখেন। বুধবার সকাল ১০.৩০ টায় দিল্লীর পরিস্থিতি নিয়ে বসা কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে রিপোর্ট পেশ করেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দিতে একের পর এক বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।