দেশনিউজ

ফের শিক্ষায় প্রথম স্থানে কেরল, শিক্ষার হার ৯৬.২ শতাংশ

Advertisement

কেরল : আবারও ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্যের মুকুট উঠলো কেরলের মাথায়৷ শিক্ষার দিক থেকে  প্রথম স্থানে রয়েছে ভারত এবং দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লিতে শিক্ষার হার ৮৯ শতাংশ। অসমে শিক্ষার হার ৮৫.৯ শতাংশ। উত্তরাখণ্ডে শিক্ষার হার ৮৭.৬ শতাংশ৷ তেলঙ্গানাতে শিক্ষার হার ৭২.৮ শতাংশ৷

বিহারে শিক্ষার হার ৭০.৯ শতাংশ৷ আর সবথেকে কম শিক্ষিত রয়েছে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রের শিক্ষার হার ৬৬.৪ শতাংশ৷ ৷ আর এই সব রাজ্যেকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে দক্ষিন ভারতের কেরল। কারণ কেরলে শিক্ষার হার ৯৬.২ শতাংশ৷

ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের শিক্ষার উপরে তৈরি ২০১৭-১৮ সালের রিপোর্ট-এর মতে, ৭টির উন্নত রাজ্যের শিক্ষার হার শোচনীয়৷ এর আগেও অনেক বার শোনা গিয়েছে সারা ভারতের মধ্যে সবথেকে বেশি শিক্ষিতের হার রয়েছে ভারতে।

কেরলে শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মধ্যে শিক্ষার হারে পার্থক্য মাত্র ১.৯ শতাংশ৷ এছাড়াও গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার কম পার্থক্যে রয়েছে কেরলাতেই৷ কেরলে মহিলা ও পুরুষদের মধ্যে শিক্ষার হারে পার্থক্য মাত্র ২.২ শতাংশ৷ পুরুষদের শিক্ষার হার ৮৪.৭ শতাংশ ও মহিলাদের ৭০.৩ শতাংশ৷

Related Articles

Back to top button