কেরল: দেশের বেশিরভাগ রাজ্য বিজেপিশাসিত হলেও অবিজেপি রাজ্যের মধ্যে অন্যতম হল কেরল। আর এবার কেরলে অনুমতি ছাড়া কোনও ঘটনার সিবিআই তদন্ত করা যাবে না। এবার থেকে সিবিআই তদন্তের জন্য কেরল সরকারের অনুমতি লাগবে বলে জানা গিয়েছে। এটাই প্রথম নয়, এর আগেও বেশ কিছু অবিজেপি রাজ্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে।
গতকাল, বুধবার সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে পিনারাই বিজয়নের সরকার। কেরলের রাজ্যসভায় এই নিয়ে চূড়ান্ত বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কেরলে সোনা পাচার কান্ডে কেরলের এক মন্ত্রীর নাম জড়িয়েছে। তারপরেই তদন্ত শুরু করে সিবিআই। তবে এই মামলার পরিপ্রেক্ষিতে বেকায়দায় থাকা কেরল সরকার মান বাঁচাতে সিবিআই তদন্তের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সম্প্রতি এই ঘটনায় সিবিআইয়ের তদন্ত করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছিলেন, তদন্তের নামে রাজ্যের বদনাম করছেন সিবিআই আধিকারিকরা। তার পরিপ্রেক্ষিতেই গতকাল ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের পর একই সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases