যশ তার অনস্ক্রিন মায়ের চেয়ে ৯ বছরের ছোট, ছবিগুলি দেখে বিশ্বাস করতে পারবেন না

চলতি মাসেই মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপটার ২'। বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। প্রশান্ত নীল পরিচালিত কেজিএফের রকি ভাই এখন রাজ করছেন বড়পর্দায়। তবে সম্প্রতি রকি ভাইয়ের অনস্ক্রিন মায়ের…

Avatar

চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘কেজিএফ চ্যাপটার ২’। বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। প্রশান্ত নীল পরিচালিত কেজিএফের রকি ভাই এখন রাজ করছেন বড়পর্দায়। তবে সম্প্রতি রকি ভাইয়ের অনস্ক্রিন মায়ের বেশ কয়েকটি রিয়েল লাইফের ছবি ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমত অবাক হয়েছেন অধিকাংশ নেটজনতা। সকলের জন্য রইল সেইসমস্ত ছবি।

যশ তার অনস্ক্রিন মায়ের চেয়ে ৯ বছরের ছোট, ছবিগুলি দেখে বিশ্বাস করতে পারবেন না

রকি ভাইয়ের অনস্ক্রিন মায়ের নাম অর্চনা জোইস। বাস্তবে তার বয়স ২৭ বছর। ছবিতে রকি ভাইয়ের থেকে ৯ বছরের ছোট তার অনস্ক্রিন মা। কেজিএফের রকি ভাই অর্থাৎ যশের বর্তমান বয়স ৩৬ বছর। তবে অভিনেতার থেকে ছোট হয়েও তার মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অর্চনা। ইতিমধ্যেই তার অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। উল্লেখ্য, এই ছবিতে যশকেও যে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

যশ তার অনস্ক্রিন মায়ের চেয়ে ৯ বছরের ছোট, ছবিগুলি দেখে বিশ্বাস করতে পারবেন না

দক্ষিণের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চনা। ‘কেজিএফ চ্যাপ্টার ২’তে অভিনয় করে দর্শকমহলে এক বিপুল পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। এই ছবি তাকে দর্শকমহলে জনপ্রিয়তা এনে দিয়েছে। উল্লেখ্য, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি অর্চনা একজন ভাল কত্থক নৃত্যশিল্পীও। একজন নৃত্যশিল্পী হিসেবে একাধিক স্টেজ শোও করেছেন তিনি।

যশ তার অনস্ক্রিন মায়ের চেয়ে ৯ বছরের ছোট, ছবিগুলি দেখে বিশ্বাস করতে পারবেন না

মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। তিনি বিবাহিত। স্বামীর নাম শ্রেয়াস উথুপ্পা। নিজের স্বামীর সাথে একাধিক ছবিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। বর্তমানের অভিনেত্রী হিসেবে অর্চনা সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের মাঝে তার বাস্তব জীবনের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ নেটজনতা।

About Author