21 July: বিজেপিকে ভারত ছাড়া না করা পর্যন্ত খেলা হবে, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার
আজকের জনসভা থেকে কার্যত জাতীয় রাজনীতিতে নিজের পদার্পণের হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
একুশে জুলাই এর মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কার্যত তোপ দাগতে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ” বিজেপিকে ভারত ছাড়া না করা পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে।” এদিনের মঞ্চ থেকে তৃণমূলের এবারের বিধানসভা নির্বাচনের ট্রেডমার্ক স্লোগান খেলা হবে – র সুরেই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে। আর খেলাটা কিন্তু হয়েছে, যে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোর দিয়েছিলেন, অর্থাৎ বিজেপি 100 এর কম আসন পাবে সেটা পূরণ হয়েছে আবার উপরন্তু তৃণমূল কংগ্রেস 213 আসন লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে নন্দীগ্রাম থেকে পরাজিত হলেও তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। আর তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করার পরেই প্রথম একুশে জুলাইয়ে জনসভা থেকেই নিজের জাতীয় রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা জাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের জনসভা থেকে গেরুয়া শিবির কে কটাক্ষ করলেন তিনি হাই লোডেড ভাইরাস পার্টি বলে। তার পাশাপাশি জাতীয় স্তরে খেলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাস নিয়ে ইতিমধ্যেই সমস্যার মধ্যে পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ এবং ভারত। করোনাভাইরাস যাতে বেশি না ছড়িয়ে পড়ে সেই জন্য, এবারেও ভার্চুয়ালি অনুষ্ঠিত করা হয়েছে একুশে জুলাই এর জনসভা। এই জনসভায় বক্তৃতা রাখার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খেলা একটা হয়েছে। এ রাজ্যের নির্বাচনে। আবার খেলা হবে। বিজেপিকে ভারত থেকে বিতাড়িত না করা অবধি খেলা হবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আমাদের স্বাধীনতা দিবস। বিজেপি জানে শুধুমাত্র গুলি আর গালি। বিজেপি শুধুমাত্র স্পাই গিরি করতে পারে। বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো ছাড়া ওরা কিছুই জানেনা। ওটা একটা ভাইরাস লোডেড পার্টি। নিজের দলের লোকেদের বিরুদ্ধে সংস্থাকে ব্যবহার করে ওরা। আর কিছুই ওদের জানা নেই।এভাবে কোনদিন জয়লাভ করা যায় না। বিজেপির মত দলের কোন সংস্কৃতি নেই।”
তার পাশাপাশি রাজ্যের করোনা পরিস্থিতির জন্য ভারতীয় জনতা পার্টিকে তুলোধোনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনকার জনসভা থেকে সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কে কটাক্ষ করেন তিনি। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গ কে সাহায্য করা হচ্ছে না, কোনভাবেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কিন্তু যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ছিল তখন ভোটের আয়োজন করে দফায় দফায় রাজ্যে এসেছেন মোদী, অমিত শাহ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছেন। এই কারণে হু হু করে বেড়েছে সংক্রমণ।
তার পাশাপাশি এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা হয়তো সকলেই অবগত, এবারে উত্তরপ্রদেশের সিলেবাস থেকে রবীন্দ্রনাথের ছুটি কবিতা বাদ পড়েছে। এবং সেই জায়গায় এসেছে যোগী আদিত্যনাথ এবং বাবা রামদেবের লেখা কিছু গল্প। সেই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ” উনি কেমন নেতা আমার জানা নেই যিনি রবীন্দ্রনাথের নাম সিলেবাস থেকে বের করেছেন।” এছাড়া এইদিনের জনসভা থেকে সমস্ত স্তরের তৃণমূল কর্মীদের একসাথে কাজ করার এবং মানুষের পাশে থাকার আহ্বান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।