Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: দশজনের মাঝে চুটিয়ে রোমান্স করলেন খেসারি-অক্ষরা, দেখতে দেখতে ১০০ মিলিয়ন ভিউ

Updated :  Sunday, November 19, 2023 11:47 AM

ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব এবং অক্ষরা সিংয়ের অন স্ক্রিন জুটি দর্শকদের খুব পছন্দ হয়ে থাকে। এই দুই তারকা এক সঙ্গে অনেক সিনেমা ও গানে কাজ করেছেন। আজকাল ইউটিউবে অক্ষরা সিং এবং খেসারি লালের ভোজপুরি রোমান্টিক গান ‘তোহার ধোদি বা ফুলওয়া কাটোরি নিয়ান’ প্রচুর মানুষ আবার দেখা শুরু করেছেন। গানটিতে অক্ষরা ও খেসারিকে অসাধারণ নাচ করতে দেখা গিয়েছে। এই রোমান্টিক গানটি ইউটিউবে ৬৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে ইতিমধ্যে।

গানটির মিউজিক বেশ মন টানার মতো। এই গানে অক্ষরাকে চোখে পড়ার মতো ঝকমকে পোশাক পরে থাকতে দেখা যায়। তার চেহারা দর্শক ও ভক্তদের খুব পছন্দ হয়েছে বলাই বাহুল্য। গানটি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ‘তোহার ধোদি বা ফুলওয়া কাটোরি নিয়ান’ গানটি গেয়েছেন খেসারি লাল যাদব নিজে। গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি। সংগীত পরিচালনা করেছেন অবিনাশ ঝা। এই গানটি সুপারহিট ভোজপুরি ছবি ‘সাজন চলে সাসুরাল ২’ এর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন খেসারি লাল যাদব, স্মৃতি সিনহা, অক্ষরা সিং, অনুপ অরোরা, কিরণ যাদব এবং মায়া যাদব।

অক্ষরা সিং এবং খেসারি লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বড় তারকা। দুজনের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের গান ও ছবি মুক্তির জন্য। অক্ষরা সিং সোশ্যাল মিডিয়ায় তার ছবি এবং ভিডিও শেয়ার করে সর্বদা শিরোনামে বজায় থাকেন। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি। অক্ষরা সিং এবং খেসারি লালের গানগুলি ইউটিউবে খুব পছন্দ করা হয়।