Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: কাজল রাঘওয়ানিকে দেখে পাগল হলেন খেসারি লাল যাদব, তারপর এই কাজ করলেন, ভিডিও ভাইরাল হয়েছে

Updated :  Thursday, November 23, 2023 10:51 AM

খেসারি লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং গায়ক। খেসারি লাল যাদব সর্বদা দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছেন। লাল যাদবের ভক্তরা অধীর আগ্রহে তার গানের জন্য অপেক্ষা করে থাকেন।

খেসারি লাল যাদব তার চলচ্চিত্র যাত্রায় কঠোর পরিশ্রম করেছেন। ছোটপর্দা থেকে ভোজপুরি সিনেমায় নিজের গানের জাদু দেখানো খেসারি লাল যাদবের আজ কোনও পরিচিতির প্রয়োজন নেই। ভোজপুরি সিনেমায় যখনই কোনও শীর্ষ জুটির কথা বলা হয়, তখনই এই তালিকার শীর্ষে আসে খেসারি লাল যাদব ও কাজল রাঘওয়ানির নাম। খেসারি ও কাজল জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য দর্শক সবসময়ই অপেক্ষা করে থাকে।

সম্প্রতি খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানির পুরানো একটি গান আবার ভাইরাল হয়েছে। অনেকেই হয়তো ইতিমধ্যে সেই গান নিজের সোশ্যাল মিডিয়া টাইম লাইনে দেখেছেন। এই গানটি প্রায় ৪ বছরের পুরনো হলেও এই গানের সুর এখনো শ্রোতাদের পাগল করে রাখে। গানটি গেয়েছেন খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানি। খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানির এই গানটি ইউটিউব চ্যানেল ভোজপুরিতে শোনা যাবে।

খেসারি লাল যাদবের গানটি একশো মিলিয়নের কাছাকাছি দেখা হয়েছে। প্রায় কয়েক হাজার মানুষ এই গানের লাইক বাটন টিপেছে। কমেন্ট বক্সে কাজল রাঘওয়ানি ও খেসারি লাল যাদবের জমাটি রসায়ন বেশ প্রশংসিত হয়েছে বরাবর। গানটি গেয়েছেন খেসারি লাল যাদব নিজে। গানটির কথা লিখেছেন পিয়ারে লাল যাদব। গানটির সংগীতা আয়োজন করেছেন মধুকর আনন্দ।