ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) অন্যতম। দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন অগুন্তি সুপারহিট সিনেমা আর দুর্দান্ত মিউজিক ভিডিও। ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় গানগুলির মধ্যে অনেক গানেই হিরো হিসেবে রয়েছেন খেসারি। তাঁর পুরনো মিউজিক ভিডিও গুলিও এখনও একই রকম জনপ্রিয়তা পেয়ে থাকে নেট পাড়ায়।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগতে ইউটিউবেই মূলত ভোজপুরি গানের চাহিদা তুঙ্গে। একটি বড় সংখ্যক দর্শক রয়েছে যারা ভোজপুরি সিনেমা এবং গান বিশেষ পছন্দ করেন। তাদের কাছে পৌঁছানোর লক্ষ্য পূরণ করতে পারলেই এক একটি ভিডিওতে ভিউ সংখ্যা পৌঁছে যায় কয়েক লক্ষে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভোজপুরি গানের আধিপত্য ছিল দেখার মতো। অনেক সময়েই তা চোখে পড়েছে অনেকের। আর এখন সোশ্যাল মিডিয়ায় রমরমা হতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভোজপুরি গানের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিলেই চোখে পড়বে ভোজপুরি গানে দেদারে নাচের ভিডিও। প্রতি বছরই বহু সংখ্যক সিনেমা এবং মিউজিক ভিডিও তৈরি হয়ে থাকে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। দর্শক মহলে বহুল জনপ্রিয়তা পায় এই ছবিগুলি।

ভোজপুরি ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তারা হলেন নিরাহুয়া, অক্ষরা, খেসারি লাল যাদবের মতো অভিনেতা অভিনেত্রীরা। আর খেসারিওও জনপ্রিয়তার তালিকায় রয়েছেন একেবারে প্রথম দিকে। ইদানিং নতুন করে ভোজপুরি ছবির গানগুলির জনপ্রিয়তা আবার বেশ বেড়েছে। সম্প্রতি খেসারির সঙ্গে মণি ভট্টাচার্যের একটি মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
খেসারি এবং মণির ‘করিয়া রসগুল্লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে নতুন করে। গানটি গেয়েছেন খেসারি লাল যাদব নিজে এবং সঙ্গে গেয়েছেন নেহা শর্মা। ভিডিওতে বেশ রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে খেসারি এবং মণিকে। ২০১৭ সালে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হলেও এবার নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটি।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’