Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: আম্রাপালি দুবে-নিরহুয়ার ‘Cooker’ গান ঝড় তুলল ইউটিউবে, মিস করলে আফসোস করবেন

Updated :  Tuesday, September 16, 2025 11:06 AM
bhojpuri video

ভোজপুরি ইন্ডাস্ট্রি আজ আর শুধু আঞ্চলিক পরিসরে সীমাবদ্ধ নয়। সিনেমা থেকে গান—সবেতেই এই ইন্ডাস্ট্রির কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এই ধারার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব। তাঁর নতুন একটি রোমান্টিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

কী আছে ভাইরাল ভিডিওতে?

ভিডিওটিতে দেখা যাচ্ছে খেসারি লাল যাদবকে এক ভোজপুরি অভিনেত্রীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে। কখনও তাঁকে নায়িকাকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে, আবার কখনও দু’জনকে ঘনিষ্ঠ দৃশ্যে ধরা পড়তে দেখা গেছে। দর্শকদের মতে, এই কেমিস্ট্রি পর্দায় এক অন্য রঙ যোগ করেছে। ভিডিওটি ইউটিউবে শেয়ার হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ৩ লক্ষের বেশি ভিউ ছাড়িয়েছে গানটি। কমেন্ট বক্সে ভক্তরা খেসারির অভিনয় ও রোমান্টিক টিউনিংয়ের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। অনেকেই লিখছেন, তাঁর গান এবং অভিনয় বরাবরের মতো এবারও মন জয় করেছে।

কেন আলোচনায় খেসারি লাল যাদব?

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে খেসারি লাল যাদবের নামই যথেষ্ট। তাঁর প্রতিটি গান বা সিনেমা দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয়তা পায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে তাঁর ভিডিওগুলো একের পর এক ট্রেন্ড করে। এই নতুন ভিডিওতেও তাঁর সেই ম্যাজিক স্পষ্ট। ভক্তরা জানাচ্ছেন, খেসারির রোমান্টিক ইমেজ দর্শকদের বিশেষভাবে টানে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির উত্থান

একসময় যাকে শুধুই আঞ্চলিক ইন্ডাস্ট্রি বলা হত, সেই ভোজপুরি সিনেমা ও গান এখন জাতীয় পরিসরেও সমান জনপ্রিয়। ট্রেন্ডিং লিস্টে প্রায়শই ভোজপুরি গানের ভিডিও দেখা যায়। ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরাও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে থাকেন। তাঁদের ফ্যান ফলোয়িং উত্তর ভারত ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

খেসারি লাল যাদবের ভাইরাল ভিডিও আবারও প্রমাণ করল যে ভোজপুরি কনটেন্ট শুধু আঞ্চলিক নয়, জাতীয় পর্যায়ে সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজ এই ইন্ডাস্ট্রি আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। ভক্তদের উচ্ছ্বাস দেখেই বোঝা যায়, খেসারির নতুন ভিডিও দীর্ঘদিন আলোচনায় থাকবে।