Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাজল রাঘওয়ানি তার হট লুক দিয়ে খেসারিকে আহত করেছেন, দর্শকরাও পাগল

Updated :  Saturday, January 6, 2024 10:37 AM

খেসারিলাল যাদব (Kheshari lal Yadav) ও কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-র জুটি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির হিট জুটির মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে অন্য নায়িকাদের সাথে তাঁর জুটি তৈরি হলেও কাজলের খেসারিলালের জুটিই ভোজপুরি বলয়ের দর্শকদের কাছে অধিক গ্রহণযোগ্য। কাজল ও খেসারিলাল জুটির হিট ফিল্মগুলির মধ্যে অন্যতম হল ‘সংঘর্ষ’। পরাগ পাটিল (Parag Patil) পরিচালিত এই ফিল্মটি প্রযোজনা করেছেন রত্নাকর কুমার (Ratnakar Kumar)। এই ফিল্মের গান ‘তোহার হাথওয়া লাগেলা’ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। গানটি গেয়েছেন খেসারিলাল ও প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। এখনও অবধি এই গানটির ভিডিওর ভিউ অতিক্রম করেছে দেড় লক্ষের অনেকটাই বেশি।

গানের শুরুতে দেখা যায়, ফুলে সাজানো ঘরে অপেক্ষা করছেন খেসারিলাল। নিজের গায়ে পারফিউম লাগাতে ব্যস্ত তিনি। সেই সময় দুধের গ্লাস নিয়ে ঘরে প্রবেশ করেন কাজল। তাঁর পরনে রয়েছে নীল রঙের ব্রাইডাল শাড়ি ও সোনালি জরির কারুকার্য করা নীল রঙের ব্লাউজ। বোঝাই যায়, খেসারিলালের সাথে কাজলের ফুলশয্যার রাতের দৃশ্য এটি। তবে দুধের গ্লাস খেসারিলালের হাতে না দিয়ে নিজেই পুরো দুধ পান করেন কাজল। খেসারিলাল অবাক হয়ে তাকিয়ে থাকেন। কাজল আচমকাই বুকের উপর থেকে আঁচল সরিয়ে দেন বিছানায় উঠে। বিছানার উপরেই দাঁড়িয়ে নাচতে শুরু করেন তিনি।

খেসারিলালকে কাছে টেনে নেন কাজল। গানের সুরে কাজল বলেন, খেসারিলালকে ভালোবেসে তিনি শাড়ির আঁচলের পিন খুলেছেন। নায়ক কাজলের লিপস্টিক রঞ্জিত ঠোঁটকে চকোলেটের সাথে তুলনা করেন। ঘরে উদ্দাম নাচ শুরু করেন খেসারিলাল ও কাজল। নায়িকা বলে, তিনি খেসারিলালের জন্য ফুলে ফুলে শয্যা সাজিয়েছেন। খেসারিলাল নায়িকার শরীরকে বিদ্যুতের সাথে তুলনা করেন। একসময় নায়ক ও নায়িকা অন্তরঙ্গ হয়ে যান।