Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Star Jalsha: ‘দেশের মাটির জায়গায় আসছে ‘খুকুমণি’! ক্ষুব্ধ হলেন ‘রাম্পি’ অনুগামীরা

Updated :  Thursday, October 21, 2021 11:25 PM

ফের টিআরপি কম থাকায় স্টার জলসার ধারাবাহিকে আরো একবার পরিবর্তন আসতে চলেছে স্টার জলসার টাইম স্লটে। নভেম্বর মাসের গোড়া অর্থাৎ ১ থেকে শুরু হচ্ছে নতুন ধারবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। অনেকদিন ধরেই এই ধারাবাহিকের প্রমো দেখানো হচ্ছিল। অবশেষে সময় জানা গেল ৬.৩০টার স্লটেই দেখানো হবে এই ধারাবাহিক। তাহলে কি পরিবর্তন হবে ‘দেশের মাটি’র সময়। অবশেষে এই ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে প্রশ্ন সকলের? এই প্রশ্নই এখন কুড়ে কুড়ে খাচ্ছে সকলকে। 

স্টার জলসায় সদ্য শুরু হয়েছে, ‘মন ফাগুন’, ‘ধূলোকণা’, ‘আয় তবে সহচরী’-র মতো ধারাবাহিক। এই নতুন ধারাবাহিকগুলোতে ধীরে ধীরে মজেছে সকলে। আর এবারে সেই তালিকায় যোগ দিতে চলেছে আরও একটা নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই ধারাবাহিকে প্রধান চরিত্র খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিতকে দেখা যাবে। এর আগে খলনায়িকার চরিত্রেই অভিনয় করেছেন। এবার নায়িকার চরিত্রে অভিনয় করছেন। এর আগে ‘সাঁঝের বাতি’তে নেগেটিভ রোল চুমকির ভূমিকায়। প্রথমে নেগেটিভ হলেও পরে ভালো হয়ে যায় চুমকি। আর এই ধারাবাহিকে দিপান্বিতার বিপরীতে আছেন রাহুল মজুমদার৷ রাহুল এর আগে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের বোধির চরিত্রে অভিনয় করে খুব জনপ্রিয় হন।

আপাতত সামনে এসেছে রি ধারাবাহিকের প্রোমোও। যেখানে দেখা যাচ্ছে, খুকুমণি বাপ-মা মরা মেয়ে,মামা মামির কাছে মানুষ। নিজের খরচ চালাতে আর বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দিয়ে আসে। আর তা করতে গিয়েই ঘটনা চক্রে আলাপ হয় ধারাবাহিকের নায়কের সঙ্গে। এরপর কি হয় তা ধারাবাহিক সম্প্রচার হলে জানা যাবে।

তবে এই নতুন ধারাবাহিক ৬ঃ৩০ টার স্লটে দেওয়াতে ‘দেশের মাটি’র দর্শকরা খুবই ক্ষুব্ধ হন৷ স্টার জলসা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ওপর কড়া নিন্দা করেছেন। এর আগেও বহুবার রাম্পি ভক্তরা দাবি জানিয়েছেন, এই চ্যানেলের তরফে খুবই কম প্রাধান্য পায় এই ধারাবাহিক। আর এই ধারাবাহিক বন্ধ হওয়ার ভয় পাচ্ছেন তাঁরা। যদিও চ্যানেল সূত্রে জানা গিয়েছে, এখনই বন্ধ হবে না ‘দেশের মাটি’। অন্য স্লটে এই ধারাবাহিক হলেও খুব শীঘ্রই হয়তো বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক। কারণ এর টিআরপি খুবই কম।

তবে রাম্পি ভক্তরা রেগে গিয়ে বলেছেন, ‘দেখবো দেখবো এই খুকুমণি কত টিআরপি দেয়। দেশের মাটিকে সরিয়ে এটাকে আনলেন তো? প্রিয় রাজা মাম্পিকে কেড়ে নিলেন তো। সকলের চোখের জলের দাম দিতে হবে।’ বলে কটাক্ষ করেছেন এক দর্শক। আরেক রাম্পি অনুগামী লিখেছেন, ‘এতোগুলো মানুষের কষ্ট, চোখের জল, হাহাকার আর দীর্ঘশ্বাসের ফল দিতে হবে। যেটা আপনাদের জন্য শুধুই ব্যবসা ছিল.. সেটা আমাদের কাছে সবটা ছিল…সবটা…!!! ভালো করলেন না এটা।’ সঙ্গে ‘থার্ড ক্লাস চ্যানেল’, ‘ফ্লপ হোক আপনাদের সব ধারাবাহিক’ এসব নানান কুকথা শুনতে হল।